তালায় বিদ্যুৎ স্পৃষ্টে এক লাইনম্যানের মৃত্যু

0
259

এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : তালায় বিদ্যুৎ স্পৃষ্টে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। অসাবধানতার কারণে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায় গত ২৬ ডিসেম্বর সকাল ১০ টার দিকে তালার খলিলনগর গ্রামের পিবিএসের ঠিকাদার মিজানের অধীনে বিদ্যুতের পোলে কাজ করছিল নলতা গ্রামের মনু শেখের ছেলে লাইনম্যান আসাদুজ্জামান আসাদ (৩৫)। খুটির ১টি তারে বিদ্যুৎ সংযোগ থাকায় সেখানে শরীরের স্পর্ষে লাইন ম্যান মারাত্মক আহত হয়। তাকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউট এ ভর্তি করা হয়। ২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২৮ ডিসেম্বর দুপুর ১ টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এ ব্যাপারে ঠিকাদার মিজান বলেন, এমন ঘটনা আমার কাছে প্রত্যাশিত না। তবে বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করে বলেন আমি কালকে জানাবো।জানতে চাইলে তালা পল্লী বিদ্যুৎ অফিসের কর্তব্যরত এজিএম লিটন চন্দ্র জানান, অসাবাধানতা বসত এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। স্পটে যে পোলটিতে কাজ করছিল সেখানে দুইটি লাইন ছিল। তারা একটি বন্ধ করেছিল অপরটি চালু ছিল। তারা ভেবেছিল বন্ধ না করে সাবধানতার সাথে কাজটি সম্পন্ন করতে পারবে।
এজিএম (ইঞ্জি:) আবুবকর জানান, আমি এ বিষয়ে বিস্তারিত কিছু জানিনা। বাইরের কাজে ব্যস্ত আছি অফিসে বসতে পারলে জানাতে পারবো।ডিজিএম (টেকনিশিয়ান) মাসুম আহমেদ বলেন, তিনি ঘটনাটি শুনেছেন তবে ঢাকায় থাকার কারণে বিস্তারিত কিছু বলতে পারছেন না।সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান বলেন, এটা সম্পূর্ণ ঠিকাদার প্রতিষ্ঠানের ত্রুটি। এ ব্যাপারে তারাই ভালো জানে, তারাই বিস্তারিত বলতে পারবেন। তবে ঘটনাটি অসাবধানতা বসত ঘটেছে। এটা দুঃখ্যজনক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here