কোতোয়ালীর শংকরপুর বাস টার্মিনালে সাব্বির হত্যা মামলার আসামী গ্রেফতার-০৩ , হত্যাকাজে ব্যবহৃত চাকু উদ্ধার

0
335

যশোর কোতয়ালী থানাধীন শংকরপুর জমাদ্দারপাড়ার মাসুরা খাতুনের ছোট ছেলে সাব্বির হোসেন ইং ১৯/১২/২০২১ তারিখ সকাল অনুমান ১১:৩০ ঘটিকার সময় অজ্ঞাত লোকের ফোন পেয়ে বাড়ী থেকে বাহির হয়ে যায়। কিছুন পর অনুমান ১২:৩০ ঘটিকার সময় একটি ছেলে দৌঁড়ে এসে মাসুরাকে জানায় যে, কে বা কাহারা তার ছেলে সাব্বির হোসেনকে শংকরপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন জনৈক হাজী সহিদুল ইসলাম এর মাহিন্দ্রা ও ইজিবাইক গোডাউনের দনি পশ্চিম কোনে পকেট গেটের সামনে ফাঁকা জায়গায় চাকু দিয়ে কোপ মেরে রক্তাক্ত জখম করছে। ভিকটিমকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কোতয়ালী থানার মামলা নং-৬০, তাং-১৯/১২/২০২১ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই শফি আহমেদ রিয়েল, এলআইসি টিম, যশোরের সহায়তায় আসামীর অবস্থান শনাক্তপূর্বক গাজীপুর ও যশোর অভিযান পরিচালনা করে ০১/০১/২২ তারিখ ঘটনায় জড়িত আসামী (১) মনিরুল ইসলাম @ মনির (২৫), (২) এনামুল হক বিজয়, (৩) রাকিব হোসেনদের গ্রেফতার করেন এবং হত্যাকাজে ব্যবহৃত চাকু উদ্ধার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা হত্যার দায় স্বীকার করে জানায় যে, পূর্ব শত্রুতার জের হিসেবে মুসার পরিকল্পনা মোতাবেক ঘটনার দিন সুইট এর মাধ্যমে মোবাইল ক্রয়ের কথা বলে ভিকটিম সাব্বির হোসেনকে ডেকে নিয়ে ঘটনাস্থলে মুসা ও তার সহযোগীরা ধারালো চাকু দ্বারা উপর্যুপুরি আঘাত করে হত্যা করে ফেলে চলে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here