অভয়নগরের ১০ বিএনপি নেতা-কর্মী আটক

0
304

স্টাফ রিপোর্টার : অভয়নগর উপজেলার ৪৬ জন বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধনের অপচেষ্টায় জড়িত এই অভিযোগ এনে তাদের বিরুদ্ধে এই মামলাটি রজ্জু করেন থানার উপ পরিদর্শক এস.আই বনি আমিন। পুলিশ আসামিদের ১০জনকে শনিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে আটক করেছে। মামলা নম্বর ১/১, তারিখ ঃ ০২/০১/২২। ধারা ১৫(৩)/২৫-ডি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন আত্মঘাতি কাজের মাধ্যমে রাষ্ট্রের সম্পদের ক্ষতি সাধনের চেষ্টার অপরাধ এবং ১৯৭৫ সালের বিশেষ ক্ষমতা আইন। উল্লেখকৃত অভিযোগ পত্র অনুসারে আটককৃত আসামিরা হচ্ছে, ১. নওয়াপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান জনি (৩৮), পিতা- কামরুজ্জামান, সাং- গুয়াখোলা ২. পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন কুরাইশী (৩৬), পিতা-জাকির হোসেন, সাং- রাজঘাট ৩. থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান (৩৫), পিতা- ওমর আলী, সাং- কোটা ৪. থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ সাথী (৩৮), পিতা- বেনজীর আহম্মেদ, সাং- বনগ্রাম ৫. যশোর জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন(৩২), পিতা-সাখাওয়াত হোসেন, সাং- বাগদাহ ৬. থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহহ্বায়ক মাহফুজুর রহমান ইউসুফ (২১) পিতা- আ: রশিদ শেখ, সাং- পাইকপাড়া ৭. থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তানভির আহমেদ (২৫), পিতা- ফজলুল হক, সাং- পায়রা ৮. জেলা ছাত্রদল নেতা মামুন বিশ্বাস (৩০), পিতা- আতিয়ার বিশ্বাস, সাং- বাগদাহ ৯. শহিদুল ইসলাম (২৫), পিতা- ইন্তাজ আলী, সাং-চলিশিয়া ও ১০. ইকবাল শেখ ( ৩৫), পিতা- সরোয়ার শেখ, সাং- বাঘুটিয়া সর্ব থানা অভয়নগর জেলা যশোর। একই সময়ে পুলিশ চারটি সেলাই রেঞ্জ, ৬৩ পিচ মাঝারি ধরনের ইটের আধলা ও ১৫ টি বাঁশের লাঠি উদ্ধার করেছে। উপজেলার একতারপুর তালতলা চার রাস্তার মোড় থেকে আসামিদের আটক করে পুলিশ। রবিবার তাদের আদালতে সোর্পদ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here