কেশবপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
341

এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি : কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রসাশনের সভাকে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা নির্বাচন অফিসার হুমায়ুন কবির। এ সময় আরো বক্তব্য রাখেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন, উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে কেশবপুরের ১১ টি ইউনিয়নের অংশগ্রহণকারী চেয়ারম্যান প্রার্থীগণ উপস্থিত ছিলেন। আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে এ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here