ডুমুরিয়ার লবণাক্ত মাটিতে ঘেরের পাড়ে চাষ হচ্ছে কুল

0
371

স্টাপ রিপোর্টার : কাঁচা পাকা কুলের ভরে মাটিতে নুয়ে পড়েছে গাছ । খুলনা ডুমুরিয়া উপজেলার মৎস্য ঘেরের পাড়ে লবণাক্ত মাটিতে চাষ হচ্ছে কুল ।বাণিজ্যিক ভাবে কুল বাগান গড়ে তুলেছেন উদ্যোক্তা মনোরঞ্জন রায় ।৩ বছর আগে পরীামূলকভাবে সাতীরা হতে ১৮০টি কাশ্মীরি আপেল কুল গাছের চারা সংগ্রহ করে রোপন করেন ।পরম আদরে পরিচর্যা করতে থাকেন কুলগাছ গুলির । বর্তমানে ১৫০ টির মত গাছে ব্যাপক কুল ধরেছ ।সফলতা পেয়েছেন লবণাক্ত মাটিতে কুল চাষে ।।সব কিছু ঠিক থাকলে আগামী দশ দিনের মধ্য কুল বিক্রয় শুরু করা যাবে ।তার সাথে কথা বলে জানা যায় বাজার দর যদি ভাল থাকে তাহলে লাধিক টাকার কুল বিক্রয় হবে বলে মনে করেন । আলাপচারিতায় সময় বলে মৎস্য ,ধান, সবজি চাষের সাথে কুল চাষ করে বাড়তি আয় করা সম্ভব ,মৌসুম শেষে গাছের ডাল কেটে দিলে অন্য সকল ফসল চাষ করা যায় ,অন্য দিকে গাছের ডাল দিয়ে জ্বালানি চাহিদা মেটানো সম্ভব তিনি বলেন- লবণ পানিতে চিংড়ি চাষ করে ভাইরাসের কারণে ব্যাপকভাবে তিগ্রস্ত হয় ,দিশেহারা হয়ে পড়ি,ভাবতে থাকি প্রতি ইঞ্চি জায়গা কিভাবে সঠিক ব্যবহার করে লাভবান হওয়া যায় ।শুরু করি সমন্বিত মৎস্য চাষ ।এ বছর আবহওয়া অনুকূলে থাকায় কুলের ব্যাপক ফলন হয়েছে ।পানিতে মাছ , ভেড়িতে সারি সারি কুল গাছ মাঝে সবজি যেদিকে চোখ যায় পানির মাঝে যেন এক সবুজের সমারোহ ।খুলনাঞ্চলে লবণাক্ততার কারণে বছরে একবার রোপা আমন চাষ হত , বাকি সময় অনাবাদি পড়ে থাকতো জমি।সমন্বিত কৃষিকে ব্যবহার করে এগিয়ে যাচ্ছে ডুমুরিয়ার কৃষক ।অর্থনীতি হচ্ছে শক্তিশালি ।। তিনি বলেন উপজেলা কৃষি অফিস থেকে যদি তাকে পরামর্শ, সার ,কীটনাশক দেওয়া হত তাহলে তিনি আরও ভাল ভাবে চাষ করতে পারতেন বলে আশা করেন। উন্নয়নের মহা সড়কে অগ্রযাত্রার ভূমিকা রাখছে কৃষি ।সৃষ্টি হয়েছে সম্ভাবনার নতুন দিগন্ত ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here