ঝিকরগাছা পৌর নির্বাচন থেকে মেয়র প্রার্থী মুকুলের সরে দাঁড়ানোর ঘোষনা

0
283

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা পৌর নির্বাচনে মেয়র পদের প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল নির্বাচন থেকে সওে দাঁড়ানোর ঘোষনা দিয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে যশোর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি এই ঘোষনা দেন। একই সাথে তিনি দলীয় সিদ্ধান্ত মেনে দলীয় প্রার্থী মোস্তফা আনোয়ার পাশা জামালকে সমর্থন দেন এবং তার পক্ষে নির্বাচনী কর্মকান্ডে অংশ গ্রহনের ঘোষনা দেন। এসময় যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নবীনওয়াজ মোঃ মুজিবুদ্দৌলাহ সরদার কনক, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিতকুর রহমান বাবু, নির্বাহী সদস্য অধ্যাপক মোয়াজ্জেম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। নির্বাচনে প্রার্থীতার প্রত্যাহারের ঘোষনা দিয়ে মুকুল বলেন, তিনি যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের প্রতি কৃতজ্ঞ । তাদের পরামর্শে এবং দলীয় আনুগত্য থেকে তিনি এই নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। তবে দলীয় নের্তৃবৃন্দের নির্দেশ মোতাবেক তিনি আগামী ২২ জানুয়ারির নির্বাচনে দলীয় প্রার্থী মোস্তফা আনোয়ার পাশা জামালের নৌকা প্রতীকের পক্ষে সর্বশক্তি দিয়ে কাজ কওে তাকে বিজয়ী করবেন। তিনি দলের সকল স্তরের নেতাকর্মীদের নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here