যশোরে হাসি মুখের কম্বল বিতরণ

0
317

আবিদ হাসান ঃ যশোরে সেচ্ছাসেবী সংগঠন হাসিমুখের আয়োজনে দরিদ্র, অসহায় মানুষের মাঝে ১শ’ পিচ কম্বল বিতরন করা হয়। গতকাল সকালে প্রেসকাব যশোরে মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাসি-মুখ” সংগঠনের দপ্তর সম্পাদক মেজবাউর রহমানের পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন সাইনুর সামাদ,বিশেষ অতিথি ছিলেন,যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অসিত কুমার সাহা,প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, কপোতা লায়ন্স আই এন্ড ডায়াবেটিক কেয়ার হসপিটাল,যশোরের চেয়ারম্যান শফিকুল ইসলাম,৪নং ওয়ার্ড কাউন্সিলর পৌরসভা যশোরের জাহিদ হাসান মিলন,সংরতি মহিলা ওয়ার্ড কাউন্সিলর ৪,৫,৬নাসিমা আক্তার জলি।এসময় উপস্থিত ছিলেন সংগঠনের এর সভাপতি ফারহান কাশেম অয়ন,সাধারন সম্পাদক মুরসালিন হাবিব,সহ-সাধারন সম্পাদক সাদমান ফেরদৌস উৎস, দপ্তর সম্পাদক মেজবাউর রহমান, সহ-দপ্তর সম্পাদক আছিয়া খাতুন জেমিম,সাংগাঠনিক সম্পাদক রাবেয়া খাতুন,প্রচার সম্পাদক আফছানা মীম, সহ-অর্থ সম্পাদক আরিয়ান ইমন,সহ-প্রচার সম্পাদক আল আমিন বিশ্বাস , প্লানিং ও ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক তিথি ঘোষ।এছাড়াও সদস্য শারিকা মোকররমা,ফাতেমা, মেহেজাবিন,সাইদুর রহমান,শেখ মোহাম্মদ আলী, আশিকুর রহমান, আশরাফুনেচ্ছা,আশা,জান্নাতুল,বিথি,শাহিদুল সৈকত সহ ” হাসি-মুখ ” সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here