তালায় জমি দখলের চেষ্টা বাধা দেয়ায় দায়ের কোপে নারীসহ আহত ৩

0
276

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার বালিয়া গ্রামে জোর করে অন্যের জমি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে সন্ত্রাসী ও মাদকসেবী আল-মামুন জুনিয়ার (২৫) ও তার পরিবার। এসময় বাঁধা দিতে গিয়ে তার দায়ের কোপে আহত হয়েছেন, মৃত্য জব্বার মোড়লের বিধবা স্ত্রী লাভলী বেগম (৩৬), পুত্র নাহিদ হোসেন (১৮) ও ভাসুর পুত্র শাহিন মোড়ল (২৫)। এলাকায় সরেজমিন পরিদর্শন ও স্থানীয়দের সাথে কথা বললে আলমগীর গাজী (৩৮), রবিউল গাজী (২৬), মনিরা খাতুন (১৮), সিরাজ খাঁ (৪৫), আরাফাত গাজী (২৮), তালিব মোল্লা (২৭) সহ অনেকেই জানান, পৈত্রিকসূত্রে প্রাপ্ত হয়ে এই জমি দীর্ঘদিন যাবৎ মৃত্য জব্বার মোড়ল ভোগদখল করতেন। কাহাকেও কিছু না জানিয়ে প্রতিপক্ষ সন্ত্রাসী ও ইয়াবাসেবী জুনিয়ার সহ তার পিতা কাচের আলী মোড়ল (৪৫), তার মা রুমা বেগম (৪০) ও চাচা মান্নান মোড়ল (৪৭) সহ সন্ত্রাসী বাহিনী নিয়ে ঐজমির ঘেরাবেড়া ধারালো অস্ত্র দিয়ে কাঁটা শুরু করে। এসময় নাহিদ হোসেন বাঁধা দিতে গেলে তাকে মেরে আহত করে। তাকে উদ্ধারের জন্য লাভলী বেগম ও শাহিন মোড়ল কে আল-মামুন জুনিয়ারের হাতে থাকা দা দিয়ে কুপিয়ে আহত করে। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে আহত অবস্থায় তাদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তী করেন। এর আগে এই সন্ত্রাসী আল-মামুন (জুনিয়ার) ওই ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্য বিল্লাল হোসেন কে কুপিয়ে আহত করেছিল। এলাকায় মাদক কেনাবেচার অভিযোগও আছে তার বিরুদ্ধে। ইতিপূর্বে সে একবার ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। বিভিন্ন অপকর্মের একাধিক মামলাও আছে তার বিরুদ্ধে। কাছের মোড়লের মেয়ে দশম শ্রেণীর ছাত্রী সুরাইয়া খাতুন জানায়, ওই জমিতে আমরা ভাগ পাবো তাই দখলে নেয়ার সময় মারামারি হয়েছে। এসংবাদ লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here