ঝিকরগাছার পল্লীতে ক্রয়কৃত সম্পত্তি জবর দখলের অভিযোগ

0
376

ঝিকরগাছা প্রতিনিধি : ঝিকরগাছার পল্লীতে ক্রয় কৃত সম্পত্তি জবর দখলের অভিযোগ উঠেছে এ ব্যাপার একাধিক বার সালিশি বৈঠক হলেও ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ায় সমাজ প্রতিদের দ্বারে দ্বারে ঘুরছে ভুক্তভোগী পরিবারটি ঘটনাটি ঘটেছে উপজেলার ছুটি পুর গ্রামে, আইয়ু আলি গং বার বার মিথ্যা মামলায় হয়রানি করার অভিযোগও করেন ভুক্ত ভোগি তারেক রহমান। ঘটনার বিবরণে জানাগেছে, ঝিকরগাছা উপজেলার জিউলিগাছা গ্রামের মৃত্যু আশরাফ মুন্সীর ছেলে তারেক রহমান একই উপজেলার ছুটিপুর মৌজায় ১৫১ দাগের ১৮ শতক জমি ক্রয় করে দীর্ঘ দিন ধরে ভোগ দখল করে আসছে সম্প্রতি ছুটিপুর গ্রামের আরাতন হোসেনের ছেলে আয়ুব হোসেন ও কহিনুর হোসেন এবং আয়ূব হোসেনের ছেলে সুজন হোসেন এ ১৫৫ দাগের ১ একর ৭৪ শতক জমির মধ্যে ৪৪ শতক জমি জবর দখল করে নিয়েছে। এ ছাড়াও আয়ুব হোসেন গং এলাকার একাধিক জমি দখল করে ২০ টা দোকান ঘর তৈরি করে জোর পূর্বক দখল করে চলেছে ভূমি দস্যু গণ প্রভাবশালী হওয়ায় এলাকা বাসী ভয়ে আতংকে মানবেতর জীবন যাপন করছে ভুক্তভোগী তারেক রহমান এর পরিবার ও এলাকাবাসী ন্যায়বিচার পেতে সমাজ প্রতিদের দ্বারে দ্বারে ঘুরেও কোন কাজ না হওয়ায় সংশ্লিষ্ট প্রশাসনের হস্তপে কামনা করেছে। এ ব্যাপারে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় ভাবে উভয় পকে আপোষ মীমাংসা করতে নিতে বলে দিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here