বন্ধুর মৃত্যুর খবর শুনে বন্ধুর আত্মহত্যা

0
2171

এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : পিয়াল ও শান্তনু বন্ধুত্ব কারে বলে? দু-বন্ধু স্কুল জীবন থেকে শুরু করে এক সাথে কলেজ পর্যন্ত। পিয়াল সড়ক দূর্ঘটনায় মৃত্যুর ১ মাস ৯ দিন পর শান্তনু অবুঝ মনকে বোঝাতে না পেরে আত্মহত্যা করে। দুজনেই পাড়ি জমিয়েছে পরপারে।
জানাগেছে পাটকেলঘাটা সরুলিয়া গ্রামের মোহন কুমার বর্তমান বসবাস খুলনা, তার পুত্র শান্তনু কুমার (১৮) খুলনা সিটি কলেজের ছাত্র। অপরদিকে একই কলেজের একই ব্যাসের ছাত্র পিয়াল (১৮)। দুই বন্ধুর এতই মিল মহব্বত যে বন্ধুত্বের খোজে তাদের জুড়ি নেই। বর্তমান যুগে এমন বন্ধুত্ব মেলে ক জনে? খুলনার ডুমুরিয়া নামক স্থানে নসিমন দূর্ঘটনায় পিয়াল নিহত হয়। বন্ধুর মৃত্যুর খবর শুনে শান্তনু ২৫ জানুয়ারী রাতে নিজ বাসায় গলায় রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করে। পিয়াল খুলনা সেন্ট্রাল রোডের বিশ্বাস রবিউল ইসলামের পুত্র এবং শান্তনু খুলনা ফুড গোডাউনের চাকরিরত মোহন কুমারের পুত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here