সাতক্ষীরায় “প্রতিবন্ধী নারীর প্রতি সহিংসতা দূরীকরণে” গণমাধ্যম সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

0
232

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরায় “প্রতিবন্ধী নারীর প্রতি সহিংসতা দূরীকরণে” গণমাধ্যম সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উইমেন ডিজএ্যাবালিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজনে শনিবার লেকভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টে সংগঠনের নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সমাজে পিছিয়ে পড়া অনগ্রসর জাতিকে এগিয়ে নিতে হবে। পবিত্র সংবিধানের ৮ অনুচ্ছেদে বলা আছে সামাজিক সুবিচার নিশ্চিত করতে হবে। সামাজিক সুবিচার এর মধ্যে প্রতিবন্ধীদের সামাজিক সুরা বেষ্টনীর মধ্যে আনতে হবে। সে জন্য বেশ কিছু ব্যবস্থা রাষ্ট্র চালু করেছে প্রতিবন্ধীদের েেত্র সঠিক তথ্য দিতে পারে না তার পরিবার এছাড়া রাজনৈতিক জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা আমাদের মধ্যে অনেক গলদ রয়েছে। আমরা একটি সমুজ্জ্বল সকাল দেখতে চাই। তিনি আরো বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধ ও নারীদের প্রতি নির্যাতন বন্ধ করতে হবে। আপনি ও আপনার পরিবার থেকে এটাকে বন্ধ করতে হবে। সাংবাদিকরা সমাজের আয়না এসব েেত্র প্রতিবন্ধী নারী নারীদের এগিয়ে নেওয়ার েেত্র সাংবাদিকরা অগ্রণী ভূমিকা রাখতে পারে এবং আইনি েেত্র সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বিচারকার্যের অনেক সহায়ক হিসেবে সাংবাদিকরা ভূমিকা রাখতে পারে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইয়াসমিন নাহার, সাতীরা প্রেসকাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাতীরা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা প্রমুখ। আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি। উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাতীরা প্রেসকাবের সাবেক সভাপতি সাংবাদিক সুভাষ চৌধুরী, সাবেক সহ সভাপতি অধ্য আশেক ই এলাহী, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাতীরা প্রেসকাবের নির্বাহী কমিটির সদস্য সেলিম রেজা মুকুল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here