মনিরামপুরে মোটরসাইকেল নসিমন সংঘর্ষে গুরুতর আহত ১

0
229

আনিছুর রহমান : মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের গোয়ালবাড়ি হাজির মোড়ে মাছবাহী নসিমনের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মন্টু বিশ্বাস (৬০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আহত মন্টু বিশ্বাস শার্শা উপজেলার দণি বুরুজ বাগান গ্রামের মৃত আব্দুল হামিদ এর ছেলে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার সময় মাছবাহী নসিমন এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় মোড়ে উপস্থিত লোকজন মাছ বোঝায় নসিমনের নিচ থেকে মোটরসাইকেল আরোহী মন্টু বিশ্বাস কে উদ্ধার করেন। পরে ঝাঁপা পুলিশ ফাঁড়ির এএসআই মোয়াজ্জেম হোসেন এর সহযোগিতায় আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য তার স্বজনদের হাতে তুলে দেন । স্বজনদের মাধ্যমে জানা যায় মন্টু বিশ্বাস কে যশোর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। রে ঢাকায় স্থানন্তর করা হয়েছে। আহত মন্টু বিশ্বাসের মোটরসাইকেল সম্পূর্ণ ভেঙ্গে যায় । পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে জানা যায় , মঙ্গলবার দুপুরে মন্টু বিশ্বাস নিজ মোটরসাইকেল যোগে মুক্তারপুর থেকে বাঁকড়া দিকে যাচ্ছিলেন বিপরীতমুখী থেকে একটি মাছবাহী নসিমন সামনাসামনি ধাক্কা মারে । সাথে সাথেই মোটরসাইকেল আরোহী রাস্তার উপর লুটিয়ে পড়েন। আহত ব্যক্তির ডান পায়ের হাটুর উপর থেকে ভেঙ্গে গেছে। আহত ব্যক্তিকে সবাই উদ্ধার করে তার স্বজনদের সাথে যোগাযোগ শুরু করেন। মাছবাহী নসিমন চালক রাকিব হোসেন কে নসিমন সহ আটকে দেয় স্থানীয়রা। কিছুণ পর পুলিশ এসে মোটরসাইকেল ও নসিমন পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। তবে মাছের মালিক বাঁকড়ার বিষনোপুর গ্রামের ছলেমানকে বার বার সংবাদ দিলেও তিনি হাজির হননি। পুলিশ নসিমনে থাকা বিক্রয় যোগ্য মাছগুলো অন্য একটি নসিমন যোগে মাছ বাজারে পাঠিয়ে দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here