নড়াইলের ৭ নারী বীর মুক্তিযোদ্ধা পেলেন সম্মাননা

0
281

নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলে নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা-২০২২ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কে জেলা প্রশাসন নড়াইলের আয়োজনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ সম্মাননা প্রদান করা হয়। জেলার ৭ জন নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। ৭ জনের মধ্যে অর্পনা রানী বিশ্বাস, অর্পনা চৌধূরী, মঞ্জু রানী বিশ্বাস, তরুলতা বিশ্বাস, আফিয়া বেগম, নিগার সুলতানাকে নড়াইল থেকে এবং ১ জনকে সালমা বেগম (পূর্নিমা) ঢাকা থেকে প্রদান করা হয়। ঢাকার ওসমানী মিলনায়তন থেকে ভার্চুয়ালি এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এতে সভাপতিত্ব করেন। নড়াইলে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মৌসুমি রানী মজুমদার, নড়াইল প্রেসকাবের সভাপতি এনামুল কবির টুকু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here