যশোরে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিঃ এর ১ম বিভাগ বাস্কেটবল লীগ’র উদ্বোধন 

0
289

আবিদ হাসান ঃ যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিঃ এর অর্থায়নে যশোরে ১ম বিভাগের বাস্কেটবল  লীগ পুরুষ ২১-২২ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে যশোর জিমনেসিয়াম মাঠে ১ম পর্বের ৮দলীয় অনুষ্ঠানের উদ্বোধন করেন যশোর জেলা ক্রীড়া সংস্থা সভাপতি জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, জেলা বাস্কেটবল পরিষদের সভাপতি সৈয়দ সাজাদুল করিম কাবুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব কবীর, প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিঃ এর প্রতিনিধি শেখ শামস-উল বারী শিমুল,ক্রীড়া ব্যক্তিত্ব ও পৌর কাউন্সিলর মোঃ রাজিবুল আলম ও ক্রীড়া সংগঠক পৌর কাউন্সিলর রাশেদ আব্বাস রাজসহ অনেকেই উপস্থিত ছিলেন। ১ম বিভাগ বাস্কেটবল লীগে অংশগ্রহণ করে কুদ্দুস স্মৃতি শরীরচর্চা কেন্দ্র,নজরুল সিদ্দিকী স্মৃতি সংঘ,ধূমকেতু,সন্ধানী ক্রীড়া চক্র, লালদিঘি স্পোটিং কাব,ফ্যালকন কাব, লেকাস,চাঁদের হাটসহ বিভিন্ন কাব।উক্ত উদ্বোধনী ম্যাচের সাফল্য ও খেলোয়াড়দের খেলাধুলা প্রতি গভীর আকৃষ্ট হওয়ার পরামর্শ দেন অতিথিবৃন্দ।পরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান শুরু করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here