কুষ্টিয়ায় বিদেশী পিস্তলসহ সন্ত্রাসি গ্রেফতার

0
269

নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া ঃ কুষ্টিয়া র‌্যাবের বিশেষ অভিযানে বিদেশী পিস্তল এক রাউন্ড গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে কুষ্টিয়া জেলার সদর থানাধীন চৌড়হাস ফুলতলা এলাকায় মিজান ৪০ পিতা মৃত কুতুব উদ্দিন এর অটো গ্যারেজের সামনে একটি অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০১টি বিদেশী পিস্তল, ০১ রাউন্ড গুলি, ০২টি মোবাইল ফোন এবং ০২টি সিম কার্ড সহ এলাকার চিহ্নিত সন্ত্রাসী মোঃ মারুফ হোসেন (৩০) পিতা-মোঃ আফাজ্জেল হোসেন, সাং-বারাদি উত্তরপাড়া, থানা-সদর, জেলা-কুষ্টিয়া কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামত সহ আসামীকে থানায় সোপর্দ করা হয়েছে। সন্ত্রাস নির্মূল ও অস্ত্রবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রাখার েেত্র র‌্যাব বদ্ধপরিকর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here