মহম্মদপুর (মাগুরা) থেকে : হারানো ঐতিহ্যে ভরা সালাহউদদীন অহমেদ মিলটন জাদুঘর। কি নেই সেখানে! মুঘল আমল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সব ধরণে সরঞ্জাম রয়েছে এই জাদুঘরে। রয়েছে- কলের গান, পোড়া মাটির ফলক, প্রাচিন আমলের খড়্গাে, মুঘল আমলের তরোবারি, খঞ্জোর, জমিদারী হুক্কা, রুপার তৈরী রুপালী ইলিশ, পিতলে তৈরী ময়ূরী কুলা, পাথরের নক্সা প্লেট, মহান মুক্তিযুদ্ধের সময়কালের রেডিও, কাঠের খড়ম, ডাক বাক্স, হ্যাজাক, হারিকেন, টেপ রেকর্ডার, হরিণের শিং এবং মুঘল, ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশে মুদ্রা ও স্মারক নোটসহ হরেক রকমের সব দুর্লভ ব্যবহারিক সামগ্রী। বর্তমান প্রজন্ম এসবের নাম বই-পুস্তকে পড়লেও কখনোই চোখে দেখেনি। এমন সব দুষ্প্রাপ্য উপকরণ নিয়ে গড়ে উঠেছে মাগুরার মহম্মদপুরে কবি সালাহউদদীন আহমেদ মিলটন জাদুঘরটি। হারানো অতীতের দূর্লভ সব সরঞ্জাম নিয়ে উপজেলায় এই প্রথম যাত্রা শুরু হল একটি জাদুঘরের। এ জাদুঘরের প্রতিষ্ঠাতা ও প্রাচিন এসব সরঞ্জাম সংগ্রহকারী সাপ্তাহিক মহম্মদপুর বার্তার সম্পাদক কবি সালাহউদদীন আহমেদ মিলটন। হারিয়ে যাওয়া প্রাচিন ঐতিহ্য নিয়ে সর্বসাধারণের জন্য একটি জাদুঘর গড়ে তুলবেন- এমন স্বপ্ন তিনি লালন করেছেন বছরের পর বছর ধরে। আর সংগ্রহ করেছেন শতশত পুরাতন সরঞ্জাম। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে নিজের নামে জাদুঘরের যাত্রা শুরু করেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরে রাজা সিতারাম রায়ের কাচারি বাড়ী সংলগ্ন নিজ বাড়ীতে পারিবারিকভাবে জাদুঘরের শুভ উদ্বোধন করা হয়েছে। অবশ্য এখনো পুরোদমে চালু হয়নি। তবে প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল ছয়টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে বলে জানান কতৃপক্ষ। তিনি একজন সহিত্যিক ও নাট্যকার তার লেখা- মহম্মদপুরের ইতিহাস ও ঐতিহ্য, এডলফ হিটলারের প্রেম প্রণয় উপখ্যান, সিপাহী বিদ্রোহ ও লালকেল্লা, দ্য গ্রেট অপরেশন অব দ্য গ্রেট ফাইটাস এবং ১২টি নাটক দিয়ে একটি নাটক সমগ্রীসহ বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি স্থানীয় পর্যায়ে গড়ে তুলেছেন একটি শিক্ষা প্রতিষ্ঠান, শিশু পার্ক ও কলমের সৈনিক নাট্য সংসদ। যা বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ভুক্ত। আমিনুর রহমান কলেজের বাংলা বিভাগের প্রধান মোঃ ওসমান আলী জানান, মহম্মদপুরে মাইল ফলক হয়ে থাকবে সালাহউদদীন আহমেদ মিলটন জাদুঘরটি। আমাদের গ্রামীণ জীবনযাত্রা থেকে পুরনো অনেক জিনিস হারিয়ে যাচ্ছে। আর সেসব নিয়েই গড়ে উঠেছে এই জাদুঘর। অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ রেজাউল হক রিজু বলেন, এই জাদুঘরের মাধ্যমেই কৃষ্ঠি সাংকৃতকি, সাহিত্য, ও ইতিহাসে মহম্মদপুরে নতুন যাত্রা শুরু হবে। আমরা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই জাদুঘরের সম্প্রসারণ প্রত্যাশা করি। জাদুঘরের রুপকার সালাহউদদীন আহমেদ মিলটন বলেন, ছোট বেলা থেকেই হারিয়ে যাওয়া প্রাচিন জিনিসপত্র সংগ্রহ করার নেশা ছিল আমার। কেউ জাদুঘরে রাখার জন্য বিভিন্ন সামগ্রী দিয়েছেন। আবার অনেকে পুরাতন জিনিস দিতে চান না। তার বাড়ীতে বারবার যেয়ে চাইতে হয়েছে। তবে এই জাদুঘরের মাধ্যমে আমাদের নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা সম্ভব হবে বলে আশা করছি।
তালায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, দুই মেশিন জব্দ, ৫০ হাজার টাকা
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের অভিযোগে পৃথক দুটি অভিযানে দুটি মেশিন জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা করা...
১০ বছর পর বিএনপিতে ফিরলেন আবু তাহের সিদ্দিকী
খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব...
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ফতেপুরে এইচবি ব্রিক্সে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকেলে...
ঝিনাইদহে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ড এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে এক অবহিতকরণ ও...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ও ৯...
বেনাপোল থেকে এনামুল হকঃ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ব্যক্তির পরিবারকে এক লক্ষ টাকা দেওয়া হয়,...















