ড.শফিকুল ইসলামকে যশোরে সংবর্ধনা

0
328

স্টাফ রিপোর্টার : পিএইচডি ডিগ্রী অর্জন করায় ড. শফিকুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে যশোর বাদশাহ ফয়সাল ইসলামী ইন্সটিটিউটের এক্স স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন। শফিকুল স্কুলের ৯৫ ব্যাচের ছাত্র ছিলেন। ৯৫ ব্যাচের উদ্যোগে ১৮ ফেব্রুয়ারি বিকেলে স্কুল অডিটোরিয়ামে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি বীল মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর হেলাল। বিশেষ অতিথি ছিলেন, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক নুরুন নবী, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজী ডিসিপ্লিন বিভাগের অধ্যাপক ড. আজহারুল ইসলাম। এন টিভি ও বাংলাদেশ প্রতিদিনের যশোর জেলা প্রতিনিধি সাংবাদিক সাইফুল ইসলাম সজল, দাউদ পাবলিক স্কুল যশোরের সহকারী অধ্যাপক মোস্তফা আলী প্রমুখ। উল্লেখ্য, ড. শফিকুল ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে পিএইচ.ডি. ডিগ্রী অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ১২২ তম একাডেমিক কাউন্সিল ও ২৫৪ তম সিন্ডিকেট সভায় এই ডিগ্রী প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here