স্টাফ রিপোর্টার : যশোরের বাঘারপাড়ার রায়পুরে প্রতারণার মাধ্যমে জমি লিখে নেয়ার অভিযোগে দলিল লেখকসহ ৬ জনকে আসামি করে আদালতে একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার রায়পুর গ্রামের আব্দুল হালিমের ছেলে আমির ফয়সাল বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্তি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহমেদ অভিযোগে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, রায়পুর গ্রামেরশাহাদত হোসেনের ছেলে রিয়েল হোসেন, মৃত নমিরের ছেলে তুষার, মোলাম হোসেনের ছেলে আক্তার হোসেন, সাইটখালি গ্রামের নুরুজ্জামান মোল্যার ছেলে নাজমুল আলম, আজমপুর গ্রামের মৃত আব্দুল মজিদ সরদারের ছেলে এলাহি বক্স ও কয়ালখালি গ্রামের লুৎফুল হকের ছেলে দলিল লেখক হাসনি জাকি।
মামলার অভিযোগে জানা গেছে, রায়পুর গ্রামের আমির ফয়সাল একজন ব্যবসায়ী। ব্যবসায়ীক প্রয়োজনে ফয়সালের পিতা মূল্যবান ২৪ শতক জমি তার নামে হেবা দলিল করে দেন। এরপর আসমিদের এ জমির উপর নজর পড়ে। তারা নানা কলাকৌশল করে এ জমি দখল নেয়ার পায়তারা করতে থাকে। আসামিরা আমির ফয়সালকে ১ কোটি টাকা লোন করে দেয়ার প্রস্তাব দেয় এ জমি তাদের নামে লিখে দিলে। এনিয়ে তাদের মধ্যে কথাবার্তা চলছিল। ২০২০ সালের ২৭ জুলাই আসামি রিয়েল হোসেন ফোন করে আমির ফয়সালকে বাঘারপাড়ায় যেতে বলে। এদিন আসামিরা একজোট হয়ে ফয়সালকে আটকে জমির দলিল তৈরী করে রেজিস্ট্রি করে নেয়। এরপর তাকে ১ কোটি টাকা লোন করিয়ে দিবে আশস্ত করে ছেড়ে দেয়। আসামিরা এতদিন অতিবাহিত হলেও লোনের কোন ব্যবস্থা করেনি। পরে বিষয়টি বাড়ির লোকজন জানতে পেরে জমি লিখে দেয়ার কারন জানতে চায় ফয়সালের কাছে। গত ১৮ ফেব্রুয়ারি আসামিদের ডেকে জমি ফেরত দেয়ার জন্য বল্লে তারা দিবেনা বলে জানিয়ে দেয়। এছাড়া এনিয়ে বাড়াবাড়ি করলে জমি অন্যাত্র বিক্রি করে দিবে বলে হুমকি দেয়। স্থানীয় ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।














