রাজগঞ্জে রেসা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
306

হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠনের (রেসা) আয়োজনে এক বিশেষ আলোচনা ও মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি-২০২২) সকালে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কে এ সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উল্লেখিত সংগঠনের সভাপতি আমেরিকা প্রবাসী সরদার নুরুন্নাহার। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্য ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আব্দুল লতিফ, প্রকৌশলী আবু হাসান, অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক আলহাজ কফিল উদ্দিন আহমেদ, ডক্টর ইঞ্জিনিয়ার মো. আব্দুল্লাহ, প্রভাষক শাহিনুর রহমান শাহিন, সরদার আলাউদ্দিন, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক মো. মাসুদ কামাল তুষার, সমাজসেবক মো. আব্দুল হাই শাহিন, সহকারি অধ্যাপক মো. সেলিম রেজা, অবসরপ্রাপ্ত টিএন্ডটি কর্মকর্তা মো. আব্দুল মাজিদ, চাকলাদার শরিফুল ইসলাম, আকবার হোসেন প্রমুখ এবং ভার্চুয়াল বক্তব্য রাখেন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আমেরিকা প্রবাসী গাজী গোলাম মোস্তফা। উল্লেখ্য- আগামী ২০২৩ সালের ডিসেম্বর মাসে প্রাক্তন ছাত্রছাত্রীদের পুর্ণমিলনী অনুষ্ঠানের প্রস্তুতি ও দিগ-নির্দেশনামূলক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here