মহেশপুরে ভ্রাম্যমান আদালতে আওয়ামীলীগ নেতার জেল

0
238

মহেশপুর(ঝিনাইদহ)অফিস: পাড়া-মহল্লার মানুষের ভোগান্তি দিয়ে বিল খননের মাটি বিক্রির দায়ে ও ভ্রাম্যমান আদালতে কর্মকর্তাদের সাথে অসদাচরনের কারনে পাতিবিলা বিলের মালিক ও পৌর আওয়ামীলীগ নেতা আব্দুর রহমানকে এক মাসের জেল দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতে বিচারক সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান শুক্রবার সকালে এ রায় প্রদান করেন। এলাকাবাসী জানান, শুক্রবার সকালে ভ্রাম্যমান আদালতে বিচারক সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমানের সামনে পাতিবিলা বিলের মালিক পৌর আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান বিল খননের মাটি বিক্রি করছিলেন। এ সময় এলাকার নারী-পুরুষ বিলের মালিকের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতে বিচারকের কাছে বিভিন্ন অভিযোগও করেছেন। ভ্রাম্যমান আদালতে বিচারক সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমান জানান,পাড়া-মহল্লার মানুষের ভোগান্তি দিয়ে বিল খননের মাটি বিক্রির দায়ে বিলের মালিক আব্দুর রহমানকে এক মাসের কারাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here