কয়রা উপজেলায় দ্রুত এগিয়ে চলেছে বীর নিবাস নির্মানের কাজ

0
285
শেখ সিরাজউদ্দৌলা লিংকন, কয়রা খুলনা প্রতিনিধি :   মুজিববর্ষে  খুলনার কয়রা উপজেলায় প্রায় এক কোটি টাকা ব্যয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বীর নিবাস নির্মাণ কাজ এগিয়ে চলেছে।
ভবন প্রতি 14 লক্ষ দশ হাজার টাকা ব্যয়ে উপজেলার 4 ইউনিয়নে সাতজন বীর মুক্তিযুদ্ধা ও তাদের পরিবারের জন্য 98 লক্ষ্ 70 হাজার  টাকা ব্যয়ে প্রথম পর্যায়ের এই সাতটি বীর নিবাস নির্মাণ কাজ চলতি অর্থবছরের জুনের আগেই শেষ হচ্ছে। নির্মাণাধীন এসব বীর নিবাসের মধ্যে কয়রা সদরে একটি বাগালী একটি মহারাজপুর একটি ও আমাদি ইউনিয়নে চারটি ইতোমধ্যে নির্মাণাধীন এসকল ভবনের 70 শতাংশ কাজ শেষ হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত জানান, দ্বিতীয় পর্যায়ে আরো নয়টি বীর নিবাস নির্মাণের দরপত্র দ্রুত আহবান করা হবে। 1763 বর্গফুট আয়তনের নির্মাণাধীন প্রতিটি বীর নিবাসে দুটি বেড রুম, একটি ডাইনিং রুম, একটি কিচেন রুম, একটি বেলকনি ও দুটি বাথরুম থাকছে । উপজেলা নির্বাহি অফিসার, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা সহ সাত সদস্যের একটি টিম সার্বক্ষণিক কাজের তদারকি করছেন। উপজেলা নির্বাহি অফিসার অনিমেষ বিশ্বাস বলেন, মুজিববর্ষে দেশের বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক মানের এ বীর নিবাস উপহার দিচ্ছেন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য নির্মাণাধীন এসব ভবনে উন্নত মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এবং কাজের কোন প্রকার ত্রুটি না হওয়ার জন্য সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে, সংশ্লিষ্ট ঠিকাদার যাতে নিম্নমান সামগ্রী ব্যবহার না করে তার জন্য প্রতিটি মালামাল দেখার পর ব্যবহার করা হচ্ছে  বলেও তিনি(ইউএনও) জানান।
 বীর মুক্তিযোদ্ধা মৃত বাবর আলীর স্ত্রী জরিনা বেগম বলেন, আজ আমার স্বামী নেই কিন্তু শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা আমাদের এমন সুন্দর একটি বাড়ি বানিয়ে দিচ্ছে মরণের আগে এমন একটি বাড়ি পেয়ে অনেক আনন্দিত, আমার চারটা মেয়ে তিনজনের বিয়ে হয়েছে আর প্রতিবন্ধী একটি মেয়ে আমার সাথেই থাকে, এতদিন অনেক কষ্ট করে বসবাস করতাম, কিন্তু এখন এমন সুন্দর একটা বাড়ি পেয়ে আমি অনেক শান্তি পেয়েছি, আল্লাহ শেখ হাসিনাকে দীর্ঘজীবী করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here