শ্যামনগর প্রেসকাবে দৃষ্টি প্রতিবন্ধীর সংবাদ সম্মেলন

0
255

স্টাফ রিপোটার ঃ শ্যামনগর উপজেলার হরিণগর গ্রামের ওম্বত শেখের পুত্র দৃষ্টি প্রতিবন্ধী মোঃ গোলাম কাদেরের ঘরবাড়ি ভাংচুর করে সম্পত্তি দখল করে এলাকার পরসম্পদ লোভীরা। তাদের কবল থেকে সম্পত্তি উদ্ধারের দাবিতে শ্যামনগর প্রেসকাবে সংবাদ সম্মেলন করে। গতকাল ১৩ এপ্রিল সকাল ১১ টায় শ্যামনগর প্রেসকাবে দৃষ্টি প্রতিবন্ধী গোলাম কাদেরের শারিরীক প্রতিবন্ধী পুত্র ছাদিকুল হাসান (১৫) লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তেব্যে বলেন, পৈত্রিক সম্পত্তি ১৫ শতক জমিতে গোলাম কাদের ঘরবাড়ি করে দীর্ঘদিন বসবাস করছে। এলাকার পরসম্পদলোভী একই গ্রামের মৃত কওছার গাজীর পুত্র মোস্তফা কামাল, মোস্তফা কামালের ভাই আহম্মদ মোস্তফা ও মোস্তফা কামালের পুত্র মোশারাফ জোর পূর্বক অন্যায়ভাবে গোলাম কাদেরের ১৫ শতক সস্পত্তির মধ্যে ৬ শতক জবরদখল করে। গোলাম কাদেরের আত্মীয়রা প্রতিবাদ করলে মোস্তফা কামাল তাদের নামে মামলা করে। এঘটনায় শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) এর নির্দেশে হরিণগর ভ‚মি অফিসের নায়েব আইনুল হক ঘটনাস্থলে হাজির হয়ে তদন্ত করে রিপোর্ট দিয়েছে গোলাম কাদেরের ১৫ শতক জমি তার পৈত্রিক সম্পত্তি। উক্ত ১৫ শতকের মধ্যে জবরদখলকৃত ৬ শতক সম্পত্তি উদ্ধারের দাবিতে শ্যামনগর প্রেসকাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি কামনা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here