সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন উপলক্ষে ১৩ টি পদের বিপরীতে ৪৩ টি মনোনয়ন পত্র দাখিল

0
309

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা প্রেসকাবের বার্ষিক নির্বাচন-২০২২-২৩ উপলক্ষে ১৩টি পদের বিপরীতে ৪৩টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার রাতে এই মনোনয়ন পত্র দাখিল করা হয়। প্রধান নির্বাচন কমিশনার আব্দুল গফুর সরদার জানান, সভাপতি পদে ৫ জন যথাক্রমে- মকসুমুল হাকিম, এম কামরুজ্জামান, আবু নাসের মো: আবু সাঈদ, জিএম নুর ইসলাম ও মোজাফফর রহমান। সহ-সভাপতি পদে ৩ জন যথাক্রম- বীরমুক্তিযোদ্ধা কালিদাস রায়, হাবিবুর রহমান ও জাহাঙ্গীর আলম কবির। সাধারণ সম্পাদক পদে ৩ জন মোহাম্মাদ আলী সুজন, মোস্তাফিজুর রহমান উজ্জল ও আসাদুজ্জামান আসাদ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩ জন যথাক্রমে সেলিম রেজা মুকুল, এম রফিক ও এসএম মহিদার রহমান। সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন মীর আবু বকর, আব্দুল আলিম ও এম শাহীন গোলদার। সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ৩ জন জান্নাতুল ফেরদৌস, শাকিলা ইসলাম জুঁই ও এসএম আকরামুল ইসলাম। অর্থ সম্পাদক পদে ৩ জন মো: আবুল কালাম, আমিনুর রশীদ ও কাজী জামাল উদ্দীন মামুন। দপ্তর সম্পাদক পদে ৩ জন শহিদুল ইসলাম, এম বেলাল হোসেন ও মাহফিজুল ইসলাম আক্কাস। এছাড়া ৫টি নির্বাহী সদস্যের বিপরীতে ১৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, শেখ মাসুদ হোসেন, হাবিবুর রহমান হাবিব, কাজী শওকাত হোসেন ময়না, মনিরুল ইসলাম মনি, ইয়ারব হোসেন, শেখ ফরিদ আহমেদ ময়না, এম ঈদুজ্জামান ইদ্রিস, কামরুল হাসান, আক্তারুজ্জামান বাচ্চু, আবু তালেব মোল্যা, জিএম আদম শফিউল্লাহ, মাসুদুর জামান সুমন, খালিদ হাসান, এসএম রেজাউল ইসলাম, হাফিজুর রহমান, মেহেদী আলী সুজয় ও ফয়জুল হক বাবু। মনোনয়নপত্র গ্রহনের সময় সাতীরা প্রেসকাব নির্বাচন কমিশনের সদস্য খন্দকার আনিসুর রহমান ও জাকির হোসেন লস্কর শেলী উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here