আশাশুনিতে সাংবাদিকের উপর হামলা ও গৃহবধূকে মারপিট মামলায় গ্যারেজ খালেক আটক

0
240

আশাশুনি(সাতক্ষীরা)প্রতিনিধি: আশাশুনির বড়দলে সাংবাদিকের উপর হামলা ও আটক করে এক গৃহবধুকে মারপিট করে আহত করার মামলায় এলাকার ত্রাস গ্যারেজ খালেক অবশেষে পুলিশের খাজায় বন্দি হয়েছে। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি থানার ওসি মোমিনুর ইসলাম পিপিএম’র নেতৃত্বে পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর হোসেনের সহযোগিতায় এসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স তার নিয়ে গ্যারেজ খালেককে গোয়ালডাঙ্গা বাজারে নিজ মোটর সাইকেল গ্যারেজ হতে আটক করা হয়। থানায় মামলা সুত্রে জানাগেছে গোয়ালডাঙ্গা গ্রামের মৃত ওমর আলী গাজীর পুত্র আব্দুল খালেক একই গ্রামের আনিছ গাজীর স্ত্রী সালমা খাতুনের সাথে তার সুসম্পর্ক থাকায় তাকে লাভ দিখিয়ে মোটর সাইকেলের মালামাল ক্রয়ের জন্য তার কাছ থেকে ২লক্ষ ৯০হাজার টাকা ধার গ্রহন করে। উক্ত টাকা না দিলে তাল বাহানা করায় গত ২৪/০২/২০২২তারিখে দুপুরে শেষ বারের মত তার গ্যারেজে যেয়ে টাকা চাইলে সে টাকা নেয়নি বলে অকথ্য ভাষায় তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। সালমা খাতুন প্রতিবাদ করে ও বলে টাকা না নিয়ে এখান থেকে যাব না । এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় পাওনা টাকা চাওয়ার অপরাধে খালেকের নেতৃত্বে তার ২ সহোদর আঃ হামিদ ও আঃ হান্নান গাজী সহ খালেকের স্ত্রী তাকে মারতে মারতে রাস্তার উপর নিয়ে আসে। এরপর চুলের মুঠি ধরে গ্যারেজের মধ্যে একটি ঘরে আটকে রাখে। আহত সালমা আশাশুনি হাসপাতালে চিকিৎসা হয়ে একটু সুস্থ হয়ে আশাশুনি থানায় ৯/৪/২২তারিখ ১০নং একটি মামলা দায়ের করে। খালেকসহ এ ঘটনার সাথে জড়িতদের তথ্য পত্রিকায় প্রকাশ করায় তারা চরম ক্ষিপ্ত হয়ে আশাশুনি রিপোটার্স কাবের সহসভাপতি দৈনিক যশোর পত্রিকার উপজেলা প্রতিনিধি এমএম সাহেব আলীর উপরে রবিবার রাত্র আনুঃ ১১টার দিকে উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে তিন রাস্তা মোড়ে রহিমের ফলের দোকানের সামনে তার উপর হামলার চেষ্টা করে ব্যার্থ হয়ে জীবন নাসের হুমকী প্রদান করে। বিষয়টি সাংবাদিক সাহেব আলী বাদী হয়ে আশাশুনি থানায় একটি অভিযোগ দায়ের করে ও এর আগে নির্যাতিত সালমা বাদী হয়ে মামলা দায়ের করে। দুটি ঘটনার সাথে জড়িত অপরাধ জগতের কিং লিডার এলাকাবাসীর আতংক আঃ খালেক আটক হলেও তার সহযোগীরা উপস্থিত টের পেয়ে পালিয়ে যায়। তবে পুলিশ অন্যান্যদের গ্রেফতার অব্যহত রেখেছে। আটককৃত আঃ খালেককে বুধবার সাতক্ষীরা কোট হাজতে প্রেরন করেন। এ সাহসী ভুমিকার প্রসংশা করে ওসিসহ পুলিশ সদস্য দের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ন্যায় বিচারের দাবী জানিয়ে প্রশানের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here