চৌগাছার ইসলামী ব্যাংকে আলোচনা ইফতার ও দোয়া

0
329

চৌগাছা (যশোর)প্রতিনিধি: ইসলামী ব্যাংক চৌগাছা শাখার উদ্যোগে ’সার্বজনীন কল্যাণে মাহে রমজান’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক চৌগাছা শাখার ম্যানেজার মাহফুজুল হকের সভাপতিত্বে রমজানের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড.এম মোস্তানিছুর রহমান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম শফিকুর রহমান, কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল লতিফ, ইসলামী ব্যাংকের ম্যানেজার অপারেশন্স জামাল উদ্দিন, সরকারী কলেজের সহকারী অধ্যাপক এম কামরুজ্জামান, প্রধান শিক্ষক কামাল আহমেদ, সদর ইউপি চেয়ারম্যান ও ব্যাংকের গ্রাহক আবুল কাশেম প্রমুখ। ইফতার ও দোয়া মাহফিলে বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও ব্যাংকের গ্রাহক ছাড়াও গণ মাধ্যমকর্মীসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয় এবং আগত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়, দোয়া পরিচালনা করেন মাওঃ আব্দুল লতিফ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here