পাটকেলঘাটায় পুত্রবধুর পরকিয়ায় শাশুড়িকে হত্যা চেষ্টা,প্রেমিক গ্রেফতার

0
279

এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : সাতক্ষীরার পাটকেলঘাটায় পুত্রবধু প্রান্তি (২৫) এর পরকিয়ায় শাশুড়ি বাঁধা দেওয়ায় শাশুড়ি সাধনা দাশকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এঘটনায় প্রেমিকের বিরুদ্ধে থানায় মামলা প্রেমিক দিপু দাশ (২৪) আটক। ঘটনার বিবরনে জানাগেছে পাটকেলঘাটা খোর্দ্দ গ্রামের প্রেমিকা প্রান্তি ও প্রেমিক দিপু দাশ দুজন মিলে শাশুড়ি সাধনা দাশকে হত্যার পরিকল্পনা করে বলে এলাকাবাসী জানায়। এদিকে প্রান্তির শশুর চন্দ্র সেখর আমার ছেলে যুগল দাশ (২৮) গরু ব্যবসার জন্য প্রায়ই বাইরে থাকে সেই সুবাদে পাশের বাড়ির সুভাষ দাশের ছেলে দিপুর সাথে বৌমা প্রান্তি পরকিয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সবার ভিতরে সন্ধেহ বিরাজ করে। ঘটনার দিন ছেলে গরু কেনার জন্য জয়পুরহাট গিয়েছিল। রাতে বৌমা বাচ্চা নিয়ে একা বাড়িতে থাকবে বলে শাশুড়িকে একই ঘরে ঘুমাতে বলে। বিষয়টি শোনার পর প্রান্তির মেয়ের নামে খোলা একটি ফেসবুকের আইডি জয়া দাসের মেসেঞ্জার থেকে দিপু দাশের মেসেঞ্জারে কিভাবে হত্যা করতে হবে তার পরিকল্পনা করে প্রেমিক প্রেমিকা। এরপর গভীর রাতে ঘরে এসে দিপু ও প্রান্তি শাশুড়িকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। শাশুড়ির চিৎকারে শশুর আশেপাশের লোকজনদের ডাকাডাকি করলে তারা ছুটে এসে শাশুড়ি সাধনা দাশকে কোন প্রকার উদ্ধার করে। পরে এলাকাবাসী প্রশাসনের সহায়তা নিতে বলে। এঘটনায় দিপু ও প্রান্তিকে আসামী করে সাধনা দাশ পাটকেলঘাটা থানায় একটি মামলা করে যার নং-১৪। এ ব্যাপারে পাটকেলঘাটা থানার উপ পরিদর্শক কৃষ্ণপদ সমাদ্দার জানান এ ঘটনায় ঐ দিন রাতে দিপুকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটে ১৭ এপ্রিল রাতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here