খাজুরা বাজারে তিন দোকানিকে জরিমানা

0
349

খাজুরা(যশোর)প্রতিনিধি: মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাদ্যদ্রব্য বিক্রির অপরাধে যশোরের খাজুরা বাজারে তিন দোকানিকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন। এদিন বেলা এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত চলা অভিযানে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব নেতৃত্ব দেন। অভিযানে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সদস্য আব্দুর রাকিবসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ওয়ালিদ বিন হাবিব জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে সোহেল মেডিকেলকে তিন হাজার ও লাজ ফার্মাকে দুই হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ মুদি মালামাল বিক্রির দায়ে মিলন স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে বাজারের সকল মুদি, চাল, মুরগি ও মাংসের দোকানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন করা এবং ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here