শ্যামনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

0
320

স্টাফ রিপোটার: “সঠিক পুষ্ঠিতে সুস্থ্য জীবন”- এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ২৩ এপ্রিল হতে ২৯ এপ্রিল পুষ্টি সপ্তাহ উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ এপ্রিল সকাল ১১ টায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে এ উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। বক্তব্য শেষে পুষ্টি সপ্তাহ উদ্বোধন ঘোষনা করেন এবং স্বাস্থ্য মন্ত্রনালয়ের জাতীয় পুরষ্কার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার হাতে তুলে দেন প্রধান অতিথি। ডাঃ রীতা রানীর সঞ্চালনায় আলোচ্য বিষয়ের উপর বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান- কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জাফরুল আলম বাবু, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিস, গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জিএম মাছুদুল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, আরএমও ডাক্তার বিপ্লব কুমার দে। আরও বক্তব্য রাখেন, ডাঃ তরিকুল ইসলাম, ডাঃ ফাতিমা ইদ্রিস ইভা প্রমুখ। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত সকল ডাক্তারগণ, কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here