সাতক্ষীরা প্রতিনিধি ঃ ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসনসাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকা পরিদর্শন করেছেন। বুধবার সকাল১০টা ১২ মিনিটের দিকে মুন্সিগঞ্জ এলাকার ধানখালীতে নির্মিত হ্যালিপ্যাডেবিমানবাহিনীর একটি হ্যালিকপ্টারে তিনি অবতরণ করেন। সেখান থেকে তিনিগাড়ীযোগে তিন কি.মি. দূরে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্তঝুকিপূর্ণ এলাকা স্বচক্ষে দেখতে উপকুলীয় উপজেলা শ্যামনগরের মুন্সিগঞ্জইউনিয়নের সুন্দরবন সংলগ্ন অজপাড়া গাঁ কুলতলী গ্রামে যান।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টা ১২ মিনিটের দিকে রাজকুমারীমুন্সিগঞ্জ এলাকার ধানখালীতে নির্মিত হ্যালিপ্যাডে বিমানবাহিনীর একটিহ্যালিকপ্টার থেকে অবতরণ করেন। সেখান থেকে তিনি গাড়ীযোগে মুন্সিগঞ্জথেকে তিন কি.মি. দূরে শ্যামনগরের কুলতলী গ্রামে যান। তিনি সেখানে ১৫থেকে ২০ মিনিট উপকূলবর্তী জনপদ ঘুরে দেখেন। তিনি জলবায়ু ঝুকিপূর্নজনগোষ্টির বসবাস এলাকা ঘুরে সেখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথাবলেন। জলবায়ু পরিবর্তনের ফলে তাদের জীবনে কি ধরনের পরিবর্তন এসেছে, কিধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে ইত্যাদি বিষয়ে খোঁজ-খবর নেন। সাধারণজনগোষ্ঠীর সাথে কথা বলা শেষে রাজকুমারী নিকটবর্তী একটি বহুমুখীসাইক্লোন শেল্টার পরিদর্শনে যান এবং ঘূর্ণিঝড়ের সময় এটি কিভাবে ব্যবহারকরা হয়, এর ব্যবস্থাপনা কিভাবে হয় ইত্যাদি বিষয়ে ধারণা নেন তিনি। এরপর তিনিজলবায়ু ঝুকিপূর্ন জনগোষ্টির বসবাস এলাকায় অবস্থিত বেড়িবাঁধও পরিদর্শনকরেন। পায়ে হেঁটে সেখানে বসবাসরত জনগোষ্ঠীর সাথে কথা বলে কিভাবে তারাজলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কিধরনের ঝুঁকির সম্মুখীন হচ্ছেন ইত্যাদি বোঝার চেষ্টা করেন। এরপর দুপুরে তিনিস্থানীয় বরসা রির্সোটে মধ্যহ্নভোজ করেন। এছাড়া তিনি সুন্দরবন ভ্রমণ করবেনএবং বনবিভাগের লোকজনের সাথেও কথা বলবেন।জেলা তথ্য অফিস জানিয়েছে, উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের অভিঘাতদেখতে ১দিনের সফরে সাতক্ষীরার শ্যামনগর উপকূলবর্তী অঞ্চলে এসেছেনডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। স্পেশাল সিকিউরিটিফোর্স এর তত্ত্বাবধানে নিরাপত্তার চাঁদরে ঢাকা হয় গোটা শ্যামনগরউপজেলাব্যাপী। পররাস্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ও জেলা প্রশাসনের সার্বিক
তত্বাবধানে তার সফর সম্পন্ন হচ্ছে। তার নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি গ্রহণকরেছে এসএসএফ ও স্থানীয় পুলিশ প্রশাসন। তার নিরাপত্তাকে নির্বিঘ্ন করতে সাংবাদিকসহ সাধারণের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে।















