ঝিকরগাছা প্রতিনিধি : ঝিকরগাছা উপজেলার ১১ নং বাঁকড়া ইউনিয়নের ২নাম্বার ওয়ার্ড আলিপুর গ্রামের দিনমজুর সাখাওয়াত হোসেনের ছেলে আশিকুর রহমান (১৮) কে আজ বিকাল ৩ টার সময় প্রাইভেট পড়তে আসলে ধারাল দা দিয়ে কুপিয়েছে একই গ্রামের জামসের আলীর ছেলে ফারদিস (১৯) নামের এক যুবক। সরে জমিনে নিউজ অনুসন্ধানে যেয়ে জানা যায়,আশিকের মা সাংবাদিক কে বলেন, গতকাল কে ফারদিস আমাদের বাড়ীতে আশিককে মারধর করবে বলে যায় কিন্তু মারতে না পারায়, যেখানে পাবে সেখানে কুপিয়ে মারবে বলে হুমকি ধামকি দেয়।আমি ফারদিসের কাছে জানতে চাইলে সে বলে আমি সিগারেট খায় সেটা আশিক ও আপনি আমার বাবার সাথে বলেছেন কেন? কিন্তু আমি বলা তো পরের কথা ফারদিসকে ভাল চিনিও না। আর আশিক বলে আমি বলিনি এই কথা বলার সাথে সাথে ফারদিস চড়াও হয় মারবে বলে, কিন্তু মারতে না পেরে হুমকি দিতে দিতে চলে যায় আর বলে,যে তুই সাবধানে থাকিস,তোকে যেখানে পাব সেখানেই কুপিয়ে মারব।
আশিকের আম্মু আর ও বলেন যে,আমরা গরীব মানুষ, আশিকের পাসপোর্ট ভিসা হয়েগেছে দু একদিনের মাঝেই সে বিদেশ চলে যাবে,এখন কি হবে বলতে বলতে অঝোর ক্রন্দনে ভেঙ্গে পড়েন।
ঘটনা প্রত্যক্ষ দর্শি (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন যে আশিক খুব ভাল ছেলে সে নম্রভদ্র, গত কালকের ঘটনা আমি শুনেছিলাম, আর আজ আশিক স্কুলে পড়তে আসলে ৩ টার দিকে ফারদিসের ব্যাগে করে আনা ধারাল দা দিয়ে আশিককে কুপাতে থাকে,ওই অবস্থায় আশিকের হাতে ও মাথায় কোপ লাগে,চিৎকার শুনে লোকজন ও স্যারেরা এসে আশিককে নিকটবর্তী স্টার ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেন,পরবর্তীতে ঝিকরগাছা হাসপাতালে রেফার্ড করেছেন বলে যানাযায়। আর ফারদিস পালিয়ে চলে যায়। স্থানীয় জনগন বলেন এখন একটু একটু ছেলেরা এত খারাপ তা বলা যাবে না। আমরা ও কিছু বললে চোখ পাকায়,এরা শুধু দা না আরো কিছু নিয়ে ঘোরাফেরা করে বলে মনে হয়। প্রশাসনের নিকট দাবি যে এদের খুটির জোর কোথায়? এরা কার ইন্ধনে চলে, বের করে তাদের কে শাস্তি দিক না হলে নেশায় নেশায় ছোট ছোট ছেলেরা নষ্ট হচ্ছে,আমরা এর প্রতিকার চায়। নিউজ সংগ্রহকালে এখন কোন মামলা হয়নি বলে যানাযায়।















