ঢাকুরিয়ায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের সঙ্গে আ.লীগ নেতাকর্মীদের মতবিনিময়

0
249

হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি :যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের তিনটি ওয়ার্ডের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুন-২০২২) বিকালে ঢাকুরিয়া কলেজের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এদিন ঢাকুরিয়া ইউনিয়নের ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।উক্ত মতবিনিময় সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মণিরামপুর) আসনের এমপি স্বপন ভট্টাচার্য্য।
ঢাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোহন কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ কাজী মাহামুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের তরুন নেতা এড. বশির আহমেদ খান প্রমুখ। এ সময় স্থানীয় দলীয় সংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here