শ্যামনগরে স্বরণকালের সর্ববৃহৎ বিক্ষোভ মিছিল ও সমাবেশ

0
289

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার শ্যামনগরে সর্বস্তরের ওলামা কেরার ও তৌহিদী জনতার আয়োজনে স্বরণকালের সর্ববৃহৎ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সম্প্রতি ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) এবং আয়েশা সিদ্দিকা (রা:) কে নিয়ে অশ্লীল ও অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।১১জুন(শনিবার)বিকাল ৪টা থেকে খন্ড খন্ড প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের হয়ে থানা মাদ্রাসা ময়দানে গণজমায়েতে মিলিত হয়। পরবর্তীতে বৃহৎপরিসরে মিছিলটি শ্যামনগর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জে,সি,কমপ্লেক্স চত্তরে জন সমুদ্রে পরিণত হয়ে এক বিশাল সভাবেশ অনুষ্ঠিত হয়।
উলামা পরিষদের সভাপতি মুফতী আলহাজ্ব আব্দুল খালেক এর সভাপতিত্বে বক্তারা এ সময় ভারতের উগ্র সাম্প্রদায়িক ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) এবং আয়েশা সিদ্দিকা (রা:)কে নিয়ে অশ্লীল ও অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে তারা তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান এবং অবিলম্বে কুরুচিপূর্ণ এমন মন্তব্যের জন্য বিজেপি সরকারকে মুসলিম উম্মাহর কাছে ক্ষমা প্রার্থনার আহবান জানানো হয়। শ্যামনগরের বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার তৌহিদী জনতা ফেস্টুন /প্লাকার্ড নিয়ে মিছিল সহকারে শ্যামনগরে আসেন।শান্তিপুর্ণ ভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here