রাজগঞ্জ বাজারে মাছের তীব্র সংকট

0
241

হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে গত কিছুদিন ধরে সব ধরণের মাছের তীব্র সংকট দেখা দিয়েছে। বাজারের খুচরা মাছ ব্যবসায়ীরা বলছেন- সরবরাহ খুব কম। একারণেই দাম বেড়েছে। মঙ্গলবার (২১ জুন-২০২২) দুপুরে রাজগঞ্জ মাছ বাজারে দেখাযায় মাত্র তিনজন খুচরা মাছ ব্যবসায়ী সামান্য কিছু মাছ নিয়ে বসে আছে। ক্রেতাও কম। তবে যে মাছ, এক সপ্তাহ আগে যে দামে বিক্রি হতো। সেই দামে এখন আর বিক্রি হচ্ছে না। শ্রেণি ভিত্তিক প্রত্যেক রকমের মাছের দাম ১৫০ টাকা থেকে শুরু করে বিক্রি হচ্ছে। বাজারে পাঙাস, মৃগেল, রুই, কাতলা, তেলাপিয়াসহ কয়েক রকমের মাছ উঠেছে। দেখাগেছে দাম নিয়ে ক্রেতাদের সাথে-বিক্রেতাদের মিলছে না। ক্রেতারা বলছেন- পছন্দ মতো মাছ পাচ্ছেন না তারা। অন্যদিকে দামও বেশ চড়া। এ ব্যাপারে বিক্রেতারা বলেন- বাজারে মাছের সরবারহে ঘাটতি রয়েছে। এতে করে দাম সামান্য বৃদ্ধি পেয়ছে। রাজগঞ্জ এলাকার হাসেম আলী (৪৫) নামের একজন ক্রেতা বলেন- রাজগঞ্জ হলো একটি মফস্বল এলাকা। এখানে বাওড়, বিল, গ্রামীণ পুকুর ও চাষের মাছের ঘের থেকে সব ধরণের মাছ এই বাজারে উঠতো। যা ক্রেতারা চাহিদা অনুযায়ী ক্রয় করে খেতো। কিন্তু বর্তমান বাজারে মাছের খুব আকাল চলছে। বাজারে মাছই উঠছে না। এতে করে ক্রেতা-বিক্রেতা উভয়ের সমস্যা। এ বাজারে মাছের তীব্র সংকট চলছে। পুরাতন এই রাজগঞ্জ বাজারে পাইকারি মাছ বাজার রয়েছে। এ বাজারে প্রায় ৩০টি মতো মাছের আড়ৎ রয়েছে। সেখানে প্রতিদিন লক্ষ্য লক্ষ্য টাকার মাছ কেনাবেচা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here