মণিরামপুরে অবৈধ সন্তানের গর্ভপাত ঘটাতে যে প্রবাসীর স্ত্রী মৃত‍্যু

0
221

আনিছুর রহমান:- যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের বড়চেৎলা (দশআনি) গ্রামের নূর মোহাম্মদের ছেলে মালয়েশিয়া প্রবাসী শরিফুল ইসলামের স্ত্রীর সাথে দীর্ঘদিন যাবৎ দৈহিক সম্পর্ক গড়ে তোলে একই গ্রামের জিন্নাতের ছেলে লম্পট আব্দুস সাত্তার। এক পর্যায় ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে প্রবাসীর স্ত্রী। জানাজানি হবে ভেবে গত ১৮ জুন গর্ভপাত ঘটাতে লম্পট ছাত্তার ও তার সহযোগী একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী বিল্লাল হোসেনের ছেলে মুন্না প্রবাসীর স্ত্রীকে নিয়ে বাঁকড়া বাজারের যায়। সেখান থেকে ওষুধের মাধ্যমে গর্ভপাত ঘটানোর চেষ্টা করে। তাৎক্ষনিক গর্ভপাত না হওয়ায় ও প্রবাসীর স্ত্রী অসুস্থ হয়ে পড়লে সাত্তার ও মুন্না তাকে ভ্যানযোগে বাড়িতে পাঠিয়ে দেয়। পরের দিন বাড়িতে মৃত অবস্থায় সাত মাসের নবজাতক গর্ভপাত হয়। নবজাতকের লাশটি বাড়ির পাশেই দাফন করা হয়েছে। ঐদিন প্রবাসীর স্ত্রী অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অসুস্থ হয়ে পড়লে তার পিত্রালয় কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামে সংবাদ দেয়। তারা এসে তাদের মেয়েকে নিয়ে যায়। কিন্তু রক্তক্ষরণ বন্ধ না হয় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রী মৃত্যুবরণ করেছে। এসকল তথ্য প্রবাসী শরিফুলের মাতা মনোয়ারা বেগম ও পাশের বাড়ির মিজানুর রহমান প্রতিনিধিকে জানিয়েছেন। ঘটনার পর থেকে রংপুর ছাত্তার ও মুন্না পলাতক রয়েছে। এদিকে ঘটনাটি জানাজানি হলে ওই দিনই ঘটনাস্থলে আসেন পুলিশ ফাঁড়ির পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সামনুর মোল্লা সোহান। এ বিষয়ে এস আই বলেন, ঘটনাটি জানার পর সেখানে যাই এবং তাদের আইনের আশ্রয় নেওয়ার কথা বলি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here