দেবহাটায় জামাই কতৃক শ্বশুরকে কুপিয়ে হত্যার ২৪ ঘন্টার মধ্যে মামলার ২ আসামি গ্রেফতার

0
261

আবুল হাসান দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:সাতক্ষীরার দেবহাটা উপজেলার পল্লীতে চাঞ্চল্যকর জামাই কর্তৃক শ্বশুরকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যে এজাহারনামীয় ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। আটকদের কে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। সূত্র মতে, ইং২২/০৬/২০২২ তারিখ রাত আনুমানীক ১ টার দিকে দেবহাটা থানাধীন মাটিকুমড়া গ্রামস্থ ভিকটিম আজগার আলীকে তার বসত ঘরের বারান্দায় ঘুমন্ত অবস্থায় আসামি ১। সালাউদ্দিন সানা (২৮), ২। আলাউদ্দিন সানা (৩৫), উভয় পিতা- মুজিবর রহমান সানা, সাং- বরেয়া, থানা-কালিগঞ্জ, জেলা-সাতক্ষীরাসহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামীগন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এই সংক্রান্তে ভিকটিমের ছেলে মিজানুর রহমান (২৮) বাদী হয়ে দেবহাটা থানায় উপর্যুক্ত আসামীদের নাম উল্লেখপূর্বক এজাহার দায়ের করেন যে, ০১ ও ০২ নং আসামি বাদীর আপন খালাত ভাই। ০১ নং আসামীর সহিত বাদীর বোন শিল্পী খাতুন এর গত ৩ বছর পূর্বে বিবাহ হয়। বিবহের পর হতে বিভিন্ন কারণে তাদের মধ্যে বনিবনা না হওয়া গত ইং-০৮/০৬/২০২২ তারিখ বাদীর পিতা ভিকটিম আজগার আলী সরদার তার কন্যা শিল্পী খাতুনকে ০১ নং আসামি সালাউদ্দিন এর নিকট থেকে তালাক নিয়ে নিজ বাড়িতে নিয়ে আসে। এই ঘটনার জের ধরে ইং-২২/০৬/২০২২ তারিখ রাত অনুমান ০১.০৫ ঘটিকার সময় উল্লিখিত আসামিরা এই হত্যার ঘটনাটি ঘটায়। ভিকটিমকে মারাত্মক জখমপ্রাপ্ত অবস্থায় তাহার আত্মীয় সজ¦ন চিকিসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় একই তারিখ ভোর বেলার দিকে তিনি মৃত্যুবরন করেন। ঘটনাটি একটি চাঞ্চল্যকর ঘটনা হওয়ায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ দেবহাটা থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন। যার দেবহাটা থানার মামলা নং-০৭/৬১, তারিখ- ২২/০৬/২০২২ ইং, ধারা-৩০২/৩৪ পিসি। মামলা রুজুর পর সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয়ের সঠিক দিক নির্দেশনায় ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের নেতৃত্বে দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহসহ পুলিশ পরিদর্শক (তদন্ত) তুহিনুজ্জামান ও থানার অফিসার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ইং-২২/০৬/২০২২ তারিখ দিনগত রাতে মামলার এজাহারনামীয় ২নং আসামি আলাউদ্দিন সানা (৩৫)কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সংগে জড়িত থাকার বিষয় সত্যতা স্বীকার করে এবং অজ্ঞাতনামা কয়েকজনের নাম বললে আসামীর স্বীকারোক্তি মতে অভিযান পরিচালনা করে আসামি আবুজার (২২), পিতা- আজিবর রহমান, সাং-তেতুলিয়া, থানা-কালিগঞ্জ, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করা হয়। ওসি শেখ ওবায়দুল্লাহ জানান, মামলাটি স্পর্শকাতর হিসেবে গুরুত্ব দিয়ে আসামীদেরকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here