ঝিকরগাছায় দেশি আনারস চাষে লাভবান আসমত আলী

0
360

জসিম উদ্দিন : চলছে মিষ্টি মধুর রসালো ফল আনারসের ভরা মৌসুম। বাজারে বিভিন্ন প্রজাতের আনারসের দেখা মিললেও দেশি আনারসের রয়েছে ব্যাপক কদর।
এক সময় গ্রামাঞ্চলে বসতবাড়ির আশেপাশে, ঝোপঝাড়ে কিংবা পতিত জমিতে দেশি আনারসের দেখা মিলত। যা এখনকার প্রজন্মের মানুষের কাছে রুপকথার গল্পের মতো শোনা যায়।
দেশি এ ফলটির তুলনামূলক ভাবে চাহিদা থাকলেও গ্রামাঞ্চলের মানুষের এখন আর আনারসের চাষ করতে দেখা যায় না। যশোরের ঝিকরগাছা উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে যখন কোথাও আনারসের দেখা পাওয়া যায়না তখন উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের বেড়ারুপানি গ্রামে দেখা মিলেছে দেশি আনারস।
ঝোপঝাড়, গাছের নিচে পতিত জমিতে চাষ হচ্ছে এই দেশি আনারস। আনারসের এ বাগান গড়ে তুলেছেন ওই গ্রামের আবদুল খালেকের ছেলে আসমত আলী নামে এক কাঠ ব্যবসায়ী।
সরেজমিনে দেখা যায়, বাড়ির পাশে ঝোপঝাড়ের মধ্যে এক বিঘা পতিত জমিতে চাষ হচ্ছে দেশি আনারস। প্রতিটি গাছে আনারস হওয়ায় সে আনারসের ভারে নুইয়ে পড়েছে গাছ গুলো।
কোন রকম পরিচর্যা ছাড়াই এ আনারস বাগান থেকে প্রতি বছর মৌসুমে ৩০ থেকে ৪০ হাজার টাকার আনারস বিক্রি করা যায়। চলতি বছরেও আনারস বিক্রি করে লাভের মুখ দেখেছেন বলে জানান আসমত আলী।আসমত আলী বলেন, ২০ বছর ধরে বাড়ির পাশে এমন ঝোপঝাড় ও পতিত জমিতে আনারস চাষ করছি। যা থেকে প্রতি বছর আমার একটা মোটা অংকের টাকা লাভ হয়। প্রতিটা আনারস প্রথম দিকে ৭০-৮০ টাকা এবং পরে ৪০-৫০ টাকা দরে বিক্রি হয়ে থাকে। বাজারে দেশি আনারসের চাহিদা থাকায় দ্রুত বিক্রি হয়ে যায়। কোন প্রকার কীটনাশক ও পরিচর্যার প্রয়োজন হয়না।
ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ বলেন, এ উপজেলার মাটি ও আবহাওয়া কৃষি কাজে ব্যাপক উপযোগী। এ মাটিতে আনারসের ফলন ভাল হয়। দেশি আনারস মানব দেহে ভিষণ উপকারী। সেচ, কীটনাশক ও পরিচর্যা করা লাগেনা বলে আনারস একটি লাভজনক ফসল। আনারস চাষে যে কৃষকই এগিয়ে আসবে আমরা আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগিতা প্রদান করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here