আর মাত্র ৫’দিন পরেই মুসল্লিমউম্মাহর দ্বিতীয় বৃহৎ ধর্মিও উৎসব ঈদুল-আযহা উপলক্ষ্যে যশোর সদর উপজেলার প্রাচীনতম ও ঐতিহ্যবাহী রূপদিয়া বাজারে জমে উঠেছে

0
249

রাসেল মাহমুদ।। আর মাত্র ৫’দিন পরেই মুসল্লিমউম্মাহর দ্বিতীয় বৃহৎ ধর্মিও উৎসব ঈদুল-আযহা উপলক্ষ্যে যশোর সদর উপজেলার প্রাচীনতম ও ঐতিহ্যবাহী রূপদিয়া বাজারে জমে উঠেছে কোরবানি’র পশুহাট।কোরবানী ঈদের তাৎপর্যকে মহিমান্বিত করতে সবাই এখন ব্যস্ত তাদের সাধ্যর মধ্যে পছন্দের পশুটি ক্রয় করার জন্য। কেউ বেশি দামের আবার কেউ একটু কম দামে, সর্বোপরি প্রত্যেকেই যার যার সামর্থ্য মতো সাধ্যের মধ্যে চেষ্টা করছে কোরবানীর পশু ক্রয় করতে। ক্রেতাদের পাশাপাশি হাটগুলোতে ভিড় করছেন বিভিন্ন জেলা থেকে আসা ব্যবসায়ীরাও।
সদর উপজেলা রূপদিয়া বাজারে জমজমাট পশু বেঁচাকেনায়। সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, এ বছর বিদেশী গরুর আমদানি তুলনামুলক অনেক কম। একারনে দেশী গরুর চাহিদা বেড়ে বহুগুণ। আর এ সুযোগে গরুর চড়া দাম হাঁকছেন পশু বিক্রেতারা।
যশোরে রূপদিয়া পশুর হাট জমে উঠেছে কোরবানীর গুরু-ছাগলে। হাজার হাজার মানুষের ভিড়ে আনন্দ মুখর পরিবেশে সকলেই ব্যস্ত তাদের পছন্দের পশুটি ক্রয় করতে। আবার কেউ কেউ ঘুরছে এক বাজার থেকে আরেক বাজারে। ৪০ হাজার থেকে শুরু করে আড়াই লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে এবারের কোরবানির পশুর হাটগুলোতে। এ ছাড়া হাটে উল্লেখযোগ্য সংখ্যক ছাগল ও গরু নিয়ে এসেছেন বিক্রেতারা।রুপদিয়া গরুর বাজারে কোরবানির গরু কিনতে আসা ক্রেতা মোঃ আমিনুর ইসলাম জানান, বাজারে বিদেশী গরু কম। তবে দেশী গরু বেশি উঠলেও বিক্রেতারা অনেক বেশি দাম হাঁকছেন। এতে সাধ্যের মধ্যে কোন হিসাব মিলছে না। তিনি বলেন, গত বছর যে গরু ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে সে গরু এ বছর ৮৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। গরুর দাম না কমলে মধ্যবিত্ত অনেক পরিবারকেই কোরবানি দিতে হিমশিম খেতে হবে। এ ছাড়া হাট পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রতিটি হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের জন্য রাখা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ঈদের আগের দিন পর্যন্ত বাজারে গরুর হাট বসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here