কুষ্টিয়ায় যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

0
214

নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়াঃ কুষ্টিয়ার ভেড়ামারায় নিখোঁজের দুইদিন পর লোকমান হোসেন (৩৬) নামে এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে ভেড়ামারা পাইলট হাইস্কুলের গলি থেকে তার লাশ উদ্ধার করা হয়। লোকমান হোসেন বাগেরহাট জেলার সাইদুর রহমানের ছেলে। তিনি একটি কোম্পানির কুষ্টিয়ার এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। কুষ্টিয়া শহরের চৌড়হাঁস মোড় এলাকায় তিনি বাসা ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করতেন। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, সোমবার দুপুরে লোকমান হোসেন ভেড়ামারা শহর থেকে নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় ওই দিন সন্ধ্যায় তার স্ত্রী জিনাত আরা টুম্পা ভেড়ামারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বুধবার সকালে স্থানীয়রা ভেড়ামারা পাইলট হাইস্কুলের গলির ড্রেনের পাশে থেকে বস্তাবন্দী লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাবন্দী লাশ উদ্ধারের পর তার স্ত্রী লাশটি স্বামী লোকমান হোসেনের বলে শনাক্ত করেন। ওসি আরো জানান, কারা কী কারণে তাকে হত্যা করেছে এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here