দুইদিনের ব্যবধানে বেনাপোল সীমান্তে আবারও দুই কোটি টাকার সোনারবারসহ পাচারকারী আটক

0
236

বেনাপোল থেকে এনামুলহকঃ দুইদিনের ব্যবধানে যশোরের সীমান্ত থেকে আবারও ১৭ পিচ সোনার বার সহ (১ কেজি ৯৮৫ গ্রাম ওজনের) মোনতাজ হোসেন (৪৫) নামে এক সোনা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি সদস্যরা। শুক্রবার (১৯ আগষ্ট) সকাল ১১টায় বেনাপোল সীমান্তের রুদ্রপুর থেকে তাকে আটক করা হয়।
আটক মোনতাজ বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে। ২১বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, ভারতে সোনা পাচারের গোপন খবরে, উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় রুদ্রপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ইসমাইল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে মোনতাজকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা ১৭ পিচ সোনারবার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।
সোনাসহ আটক মোনতাজকে থানায় সোপার্দ করা হবে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা। উল্লেখ্য, ১৭ আগষ্ট বুধবার সকালে বেনাপোলের গোগা সীমান্ত এলাকা থেকে ১৬ পিচ সোনার বার সহ জনি নামে এক সোনা পাচারকারীকে আটক করে বিজিবি সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here