বাঘারপাড়ায় বিদুৎস্পৃষ্ট হয়ে জিলা স্কুলের ছাত্র বোনসহ নিহত

0
336

মনিরুল ইসলাম : যশোরের বাঘারপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) সকালে স্থানীয় রায়পুর ইউনিয়নের ভদ্রডাঙ্গা গ্রামে ছব্বারের মোড়ে নির্মাণাধীন বাড়ির ছাদে এ ঘটনা ঘটে। নিহত আবু হুসাইন আকাশ (১২) ও জান্নাতুল নাঈম সামিরা (০৫) গ্রামের কবির হোসেনের সন্তান। তিনি যশোর সেনানিবাসে চাকরি করেন। আকাশ যশোর জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। জানা গেছে, তাদের বাড়ির ছাদের উপর বসানো ডিজিটাল ব্যানারের (প্যানা) আলোকসজ্জার জন্য লাগানো বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে মারা যায় ভইবোন। দুই ভাই বোনের মাঝে কে আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েছিল তা নির্দিষ্ট করে জানা যায়নি। দুই ভাই বোনকে খুঁজে না পেয়ে তাদেরকে খুঁজতে ছাদে গেলে তাদেরকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় খুঁজে পাওয়া যায়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে। আকাশ এ বছর যশোর জিলা স্কুলে ভর্তি হয়েছিল। তারা পরিবারসহ যশোর শহরে বসবাস করে। গত দুদিন আগে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল। সকাল দশটার পর দুই ভাই বোনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের কারো ধারনাতে আসেনি যে তারা দুজন বাড়ির ছাদে যেতে পারে। খুঁজে না পেয়ে ছাদে গেলে তাদেরকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় পাওয়া যায়। নিহত দুজনের বাবা কবির হোসেন সেনাবাহিনীতে চাকরি করেন। এমন দুজন নিষ্পাপ শিশুর অকাল মৃত্যুকে এলাকাবাসীর কেউ মেনে নিতে পারছে না। শিশু দুটির বাড়িতে চলছে শোকের মতম। এদিকে গত ৩ আগস্ট বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের জয়নগর গ্রামে বিচালি কাটার মেশিনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের নির্মম মৃত্যু হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here