শহীদ বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান হেম স্মরণে দোয়া অনুষ্ঠান ও দুস্থদের মাঝে ছাগল বিতরণ

0
241

মোহাম্মদ আলী জিন্নাহ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ গ্রামের শহীদ বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান (হেম) স্মরণে দোয়া অনুষ্ঠান ও দুস্থদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার হাজিরবাগ জামে মসজিদে দোয়া অনুষ্ঠান শেষে শহীদ বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান (হেম) স্মৃতি সংসদের পক্ষ থেকে গ্রামের গরীব ও অসহায় মানুষের মাঝে ১০ টি ছাগল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, শহীদ বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান (হেম) এর বড়ভাই বীর মুক্তিযোদ্ধা গোলাম মোর্তুজা জেম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মন্টু, বীর মুক্তিযোদ্ধা হাসান মোঃ জাহিদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, ১৯৭১ সালে ১৮ আগস্ট মফিজুর রহমান (হেম) হরিদ্রাপোতা গ্রামের কেরামত সরদারের বাড়ি থেকে পাক হানাদার বাহিনীর হাতে আটক হয়। পরবর্তীতে এই বীরের লাশও পাওয়া যায়নি বলে জানিয়েছেন তার বড়ভাই বীর মুক্তিযোদ্ধা গোলাম মোর্তুজা জেম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here