ডুমুরিয়ায় ৪২টি জলাশয়ে ৫৯১ কেজি পোনা অবমুক্তকরণ।

0
225

ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : ডুমুরিয়া উপজেলার সাজিয়াড়া মাদ্রাসার পুকুরে পোনা অবমুক্তির মাধ্যমে ২০২২-২৩ অর্থবছরের পোনা অবমুক্তি কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা মৎস্য অধিদপ্তরের উপপরিচালক তোফাজ উদ্দিন আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক প্রমুখ। এছাড়া উপজেলা পোনা গ্রহন ও অবমুক্তি কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ৪২টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৫৯১ কেজি পোনা অবমুক্ত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here