সাতীরা প্রতিনিধি ঃ সাতীরার কালিগঞ্জের সমাবেশ স্থলে যাওয়া পথে গ্রেপ্তারকৃত জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসানসহ ৪ নেতা কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরন করা হয়। এর আগে শনিবার বিকালে উপজেলার দণি শ্রীপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে বিএনপির সমাবেশে যাওয়ার পথে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মিলন হোসেন শিকদার জানান, গতকাল শনিবার বিকেলে উপজেলার দণি শ্রীপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে ইউনিয়ন বিএনপির সমাবেশ ছিলো। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান। স্থাণীয় চেয়ারম্যাম বিএনপি নেতা শেখ দিদারুল ইসলামের বাড়িতে দুপুরের খাওয়া দাওয়া করেন তিনিসহ বিএনপি নেতারা। এরপর বিকালে তারা সমাবেশ স্থলে যাওয়ার পথে বিএনপি নেতা শেখ তারিকুল হাসানসহ চার নেতা-কর্মীকে কালিগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করে। এর পর পুলিশ সমাবেশ বন্ধ করে দেয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান, স্ব-নির্ভর বিষয়ক সম্পাদক এস.এম হাফিজুর রহমান বাবু ও দণি শ্রীপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহিনুর রহমানকে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হালিমুর রহমান বাবু জানান, গ্রেপ্তারকৃত বিএনপির চার নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা দিয়ে আজ রবিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।##















