যশোরে জাতীয় স্কুল,মাদ্রাসা ক্রীড়ার জেলা পর্যায়ের সমাপনী

0
246

যশোর অফিস : যশোর ৪৯ তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। উপশহর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মনোয়ার হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) বেলাল হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুুন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম রবিউল আলম, ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর, যশোরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তসলিমা খাতুন, নিউটাউন বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউটের প্রধান শিক্ষক এসএম রবিউল আলম, রুপদিয়া ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহুরুল পারভেজ, নিউটাউন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া শিরিন প্রমুখ। ফুটবল (বালকে) সদরের হামিদুর মাধ্যমিক বিদ্যালয় সাডেনডেথ ১-০ গোলে কেশবপুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ফুটবল (বালিক) কেশবপুরের এমএম গোবিন্দপুর বালিকা বিদ্যালয় টাইব্রেকারে ১০-৯ গোলে রুপদিয়া ওয়েলফেয়ার একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। দাবায় (বালক) জেলা চ্যাম্পিয়ন হয় প্লাবণ দেবনাথ বিদ্যানন্দকাটি মাধ্যমিক বিদ্যালয় এবং বানার্স আপ হয় যশোর কালেক্টরেট স্কুল। কাবাডি (বালক) চ্যাম্পিয়ন বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয় অভয়নগর এবং রানার্স আপ উপশহর মাধ্যামিক বিদ্যালয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here