কয়রা প্রতিনিধি : কয়রায় সাধনা মন্ডল (28) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। 25 সেপ্টেম্বর রবিবার বেলা দশটার দিকে উপজেলার মঠবাড়ি গ্রামে তার স্বামী বাড়িতে বিষ পান করে। স্বামী বাড়ির লোকজন বুঝতে পেরে চিকিৎসার জন্য তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আত্মহত্যাকারী ওই নারী মঠবাড়ী গ্রামের অসিত মন্ডল এর স্ত্রী।
বাড়ির ও আশেপাশের লোকজন জানান ,
মৃত সাধনা মন্ডল শ্বশুরবাড়িতে পারিবারিক কলহের জের ধরে বিষ পান করে ।
কয়রা থানা পুলিশ বিষয়টি অবগত আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি সুরতহাল রিপোর্ট সহ পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ছিল ।















