শালিখায় বিজয় দশমীর মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয়া দুর্গাপূজা

0
217

সাইফুল ইসলামঃ শালিখা প্রতিনিধিঃ মাগুরা’র শালিখায় বিজয় দশমীর পূজার মধ্য দিয়ে শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।আনন্দঘন পরিবেশে শুরু হয়েছিল যে উৎসব প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ তার ইতি ঘটছে। বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা প্রতি বছরের মত এবারও হাজির হয়েছিল ভক্তদের মাঝে।ষষ্ঠী তিথিতে বোধন ও অধিবাসের মধ্য দিয়ে যে আনুষ্ঠানিকতা শুরু হয়ে সপ্তমী,অষ্টমী নবমীর পূজা-অর্চনার পর বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ তার সমাপ্তি হচ্ছে। এ উপজেলায় এবার ১৬০টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।গত বছরের তুলনায় এবছর কিছুটা কম সংখ্যক পূজা -অর্চনা হয়েছে কিন্তু পূজামন্ডপ গুলোতে যথারিতি প্রতিমা ও ভক্তদের চিরচেনা ভিড় লক্ষ্য করা গেছে। এবার দুর্গা উৎসবের আনুষ্ঠানিকতার কোন কোমতি নেই, পরস্পারিক সম্প্রীতি ও সৌহার্দ্য দেখিয়েছে সকলে সকলের প্রতি। দলমত নির্বিশেষে হিন্দু ধর্মাবলম্বীদর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাদের সবার কন্ঠে ঘোষিত হয়েছে ধর্ম যার যার উৎস সবার। শালিখা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সীতান চন্দ্র বিশ্বাস জানান, প্রতি বছর দুর্গাপূজার উৎসব আমাদের সকলের মাঝে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে।তিনি সুন্দর ও শান্তিপুর্ণ ভাবে দুর্গাপূজা উদযাপিত হয়ার জন্য আইন-শৃঙ্খলা রক্ষারী সকলকে দুর্গা পূজা উপলক্ষে শান্তি-সৃঙ্খলা রক্ষায় যে আন্তরিক ভূমিকা রেখেছে তার প্রশংসা করে সকলকে ধন্যবাদ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here