মিঠুন দত্ত: অভয়নগর উপজেলায় ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে। দিনদিন হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। রোগীর সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাওয়ায় চিকিৎসকরা চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছে। অভয়নগর স্বাস্থ্যকমপ্লেক্সে বর্তমানে ২৮ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন বলে জানা গেছে। অভয়নগর স্বাস্থ্যকমপ্লেক্স সুত্রে জানা গেছে, গত ৩ মাসে ৩৮৬ জন রোগী অভয়নগর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত ১ শত ৭৮ জন রোগী, গত সেপ্টেম্বরে ১৫১ জন এবং আগষ্ট মাসে ৫৩ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ২৮ জন রোগী ভর্তি আছেন। সুত্র মতে গত ২৪ ঘন্টায় ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
তবে হাসাপাতালে প্লাটিলেট পরীক্ষার ব্যবস্থা না থাকায় রোগীরা উপজেলার বিভিন্ন কিনিকে মোটা অংকের টাকা দিয়ে পরীক্ষা করাতে হচ্ছে। ফলে গরীব অসহায় রোগীদের বিড়ম্বনার স্বীকার হতে হচ্ছে।
অভয়নগর স্বাস্থ্যকমপ্লেক্সে গত বুধবার রাতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন উপজেলার গুয়াখোলা গ্রামের মোঃ রকি ইসলাম। তিনি বলেন,‘ হাসপাতালে সিট না পাওয়ায় ঠাঁই হয়েছে হাসপাতালের বারান্দায়। রোগীর সংখ্যা বেশী হওয়ায় চিকিৎসকদের চিকিৎসা দিতে হিমসিম খেতে হচ্ছে।’
উপজেলার নওয়াপাড়া গ্রামের ইউনুস মোল্যা (৪০) গত বৃহস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। তিনি বলেন ‘দুইদিন পার হলেও আজও সিট পাইনি। হাসপাতালের বারান্দায় আছি। ডাক্তাররা একবার এসে চলে যায় আর সারাদিনও রাতে ডাক্তারের দেখা মেলে না।
উপজেলার গুয়াখোলা গ্রামের আকিবুর রহমান (২১) ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তির পর তাকে ৮ দিন বাইরে কিনিক থেকে প্লাটিলেট পরীক্ষা করাতে হয়েছে। প্রতিবার পরীক্ষা করাতে তাকে ৪ শত দিতে হয়েছে বলে তিনি জানান।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: ওয়াহিদুজ্জামান বলেন,‘ প্রতিদিন প্রচুর ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। আমরা সাধ্যমত চিকিৎসা দিয়ে যাচ্ছি।’















