নিজস্ব প্রতিনিধি: সম্পাদক নামের বানান না পারলেও তিনি স্বঘোষিত নিবন্ধিত পত্রিকার সম্পাদক। যে পত্রিকার পরিচয় দিয়ে করছেন নানান প্রতারণা।
এই প্রতারক আল আমিন সরদার সাতক্ষীরা পাটকেলঘাটার কাশিয়াডাঙ্গা গ্রামের তুব্বাত সরদারের ছেলে।
সম্প্রতি একটি পত্রিকার ভুয়া কার্ড তৈরি করে প্রতিনিধি নিয়োগ দিলে তার এসব প্রতারণা তথ্য সামনে আসে।
ভুক্তভোগীরা হাবিবুর রহমান জানান, সাংবাদিকের কার্ড দিবে বলে আমার কাছ থেকে ২ হাজার টাকা নিয়েছে আল আমিন সরদার। একটি কার্ডও দিয়েছে, তবে সেটি ভূয়া। তিনি জানান কার্ড ভূয়া কিনা আলামিনের কাছে জানতে চাইলে সে বিভিন্ন তালবাহানা শুরু করে।
আরেক ভুক্তভুগী তবিবুর রহমান বলেন, আমার নিকট থেকে সাংবাদিকের কার্ড দেবে বলে ২৫শ টাকা এবং পাটকেলঘাটা প্রেসক্লাবের সদস্য করে দিবে বলে ৫শ টাকা নিয়েছে আল আমিন।
ভুক্তভোগী তবিবুর বলেন জমি জায়গা নিয়ে আমার আদালতে চলমান, মাললার একটা নিউজ করার জন্য আল আমিন ৭ হাজার টাকা নেয়। তবে কোন নিউজ করেনি।
এদিকে এই প্রতারক সম্প্রতি দৈনিক সোনার বাংলাদেশ নামে একটি অনলাইন নিউজ পোর্টাল খুলেছে। যেটির সম্পাদক সে নিজেই। পোর্টালটি তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত রয়েছে এমন উল্লেখ করে নিয়োগ বিজ্ঞপ্তি ও দিয়েছে। তবে রাতারাতি নিউজ পোর্টালের সম্পাদক বনে যাওয়া এই প্রতারক পত্রিকাটির ডেডলাইনে সম্পাদক নামের বানানে লিখেছে ” সাম্পাদক” এছাড়া নির্বাহী সম্পাদকের নামের বানান লিখেছে ” নির্বাহ সম্পাদক”।
এদিকে এই ভুয়া নিউজ পোর্টালের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আব্দুল আলিম নামের এক ব্যক্তি আলামিন এর সাথে যোগাযোগ করলে
নিয়োগ দেওয়ার জন্য আব্দুল আলিমের কাছে ২২শ টাকা দাবি করে। তিনি দিতে অস্বীকার করলে বলে কার্ড হবে না।
খোঁজ নিয়ে জানা গেছে ২০১৯ সালে ওয়ার্ড কৃষকলীগের সভাপতি বিকাশ বদ্ধের ২টি মোবাইল চুরি করার মধ্য দিয়ে অপরাধ জগতে আলোচনায় আসে আল আমিন ।
এরপর ২০ সালে খলিষখালি ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর সবুর সরদার ও তার স্ত্রীকে মারপিট করে এবং তার আপন চাচী তাহমিনা মারপিট করে । এ ঘটনায় পাটকেলঘাটা থানায় মামলাও হয়। এবছর এক হিন্দু বিধবা মহিলাকে বিবাহ করে সে। যেটি নিয়ে পাটকেলঘাটা থানায় একাধিকবার সালিশ হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে নানান প্রতারণা করে আসতেছে সে।
সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কনক কুমার দাস বলেন, অনলাইনে এ ধরনের প্রতারক কে প্রায় সময় দেখা যায়। তাচাড়া কেউ প্রতারিত হয়ে আমাদের জানালে যথাযথ ব্যবস্থা নেই।















