কে এম শাহীনুর রহমান, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় কৃষি অধিদপ্তরের উদ্দ্যোগে ১৮০০ প্রান্তিক কৃষকের মধ্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি অধিদপ্তরের আয়োজনে বিতরণ অনুষ্ঠানের উদ্ভোধন করা হয়।
এ উপলক্ষে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াস’র সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা হাজিরা খাতুনের সঞ্চালনায় সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান (মহিলা) মুর্শিদা পারভীন পাঁপড়ি।
কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, তালা উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান মেম্বরেরদের সহযোগীতায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রান্তিক চাষীর তালিকা করেছেন। সেই তালিকা অনুযায়ী ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রাণোদনা কার্যক্রমের আওয়াত সরিষা আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ১ কেজি সরিষা, ১০ কেজি ডিএপি ও ১০ এম ও পি সার বিতরণ করা হয়েছে। যার বাজার মূল্য ৪০০ শত টাকা। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশে যেন কোনো পতিত জমি পড়ে না থাকে সে লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। পতিত জমির তালিকা তৈরী করে মালিকদের চাষাবাদের জন্য উদ্ভুদ্ধ করা হচ্ছে বলে জানা তিনি।















