সাতক্ষীরার দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলী প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত

0
197

সাতীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকীর বদলী প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের ব্যানারে রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মোড়ে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলি, বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, মোফাজ্জল হোসেন মোফা, দেবহাটা প্রেসকাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, দেবহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, পারুলিয়া প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন প্রমুখ।
বক্তারা এ সময় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর বদলী প্রত্যাহারের জোর দাবি জানান।##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here